শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » শ্রদ্ধা ও স্মরণ » লেখক, প্রকৃতিবিদ ও নিসর্গী শ্রদ্ধেয় দ্বিজেন শর্মা’র প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত
লেখক, প্রকৃতিবিদ ও নিসর্গী শ্রদ্ধেয় দ্বিজেন শর্মা’র প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত
প্রকৃতিবিমুখতায় উন্মুখ মানবসমাজের এই অস্থির সময়ে লেখক, প্রকৃতিবিদ ও নিসর্গী শ্রদ্ধেয় দ্বিজেন শর্মা’র চলে যাওয়া অপূরণীয় ক্ষতি হয়েই রয়ে যাবে। মানুষ ও প্রকৃতির সহাবস্থানের মূল্যবোধ থেকেই তিনি প্রকৃতির বিশালতার মতো আমাদেরও প্রকাশ ও উন্মোচনের তাগিদ দিয়েছেন বারবার। সেই লক্ষেই জীবন ও সভ্যতার বিকাশে আমাদের কাজ করে যেতে হবে আরও দীর্ঘপথ পাড়ি দিয়ে …
আমাদের বিনম্র শ্রদ্ধা।
![]()





অধ্যাপক ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এ. এম. হারুন-অর-রশীদ আর নেই
আমরা শোকাহত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই
শিক্ষক, লেখক ড. অজয় রায় আর নেই
কল্পবিজ্ঞানধর্মী সাহিত্যিক ও অনুবাদক অদ্রীশ বর্ধন আর নেই
সংস্কৃতিজন নিখিল সেনগুপ্তের মৃত্যুতে আমরা শোকাহত
বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম এর জীবনাবসান 