মঙ্গলবার ● ২১ মে ২০১৯
প্রথম পাতা » শ্রদ্ধা ও স্মরণ » কল্পবিজ্ঞানধর্মী সাহিত্যিক ও অনুবাদক অদ্রীশ বর্ধন আর নেই
কল্পবিজ্ঞানধর্মী সাহিত্যিক ও অনুবাদক অদ্রীশ বর্ধন আর নেই

ভারতীয় কল্পবিজ্ঞানধর্মী বাংলা সাহিত্যিক এবং বিশিষ্ট অনুবাদক অদ্রীশ বর্ধন ২১ মে দিবাগত রাত একটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ্যতায় ভুগছিলেন। তার রচিত ডিকেটটিভ ইন্দ্রনাথ রুদ্র, লেডি ডিটেকটিভ নারায়ণী, ফাদার ঘনশ্যাম, প্রফেসর নাটবন্টু চক্র ইত্যাদি চরিত্র বাঙালীলের কাছে জনপ্রিয়তা পেয়েছে, পাশাপাশি তিনি চার খণ্ডে ‘জুল ভার্ণ সমগ্র’, দুই খণ্ডে ‘শার্লক হোমস সমগ্র’, তিন খণ্ডে এডগার অ্যালান পোর রচনা সংগ্রহ’ সহ অনেক কালজয়ী বইয়ের বাংলা অনুবাদ করেছেন। সায়েন্স ফিকশনের বাংলা প্রতিশব্দ “কল্পবিজ্ঞান” তিনিই প্রচলন করেন।
১৯৬৩-এর জানুয়ারিতে আকাশ সেন ছদ্মনামে অদ্রীশ বর্ধন সূচনা করেন ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা মাসিক ‘আশ্চর্য!’। সারা জীবনে তিনি দেড়শোরও বেশি বই লিখেছেন ও অনুবাদ করেছেন। অদ্রীশ বর্ধনের জন্ম ১৯৩২-সালের ১ ডিসেম্বরে কলকাতায় এক শিক্ষক পরিবারে। সাধারণ বাঙালি পাঠকদের মধ্যে বিজ্ঞানমনস্কতা জাগিয়ে তোলার কাজেও অগ্রণী ভূমিকা পালন করে গেছেন তিনি।





অধ্যাপক ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এ. এম. হারুন-অর-রশীদ আর নেই
আমরা শোকাহত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই
শিক্ষক, লেখক ড. অজয় রায় আর নেই
সংস্কৃতিজন নিখিল সেনগুপ্তের মৃত্যুতে আমরা শোকাহত
লেখক, প্রকৃতিবিদ ও নিসর্গী শ্রদ্ধেয় দ্বিজেন শর্মা’র প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত
বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম এর জীবনাবসান 