

মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » শ্রদ্ধা ও স্মরণ » আমরা শোকাহত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই
আমরা শোকাহত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই
জাতীয় অধ্যাপক, প্রকৌশলী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী প্রয়াণে কসমিক কালচার গভীর শোক প্রকাশ করছে।
প্রাক্তন বুয়েট অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের উল্লেখযোগ্য ভৌত অবকাঠামো প্রকল্পের প্রায় প্রতিটির সঙ্গেই কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও ১৯৯৬ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বর্ণাঢ্য জীবনে বিভিন্নভাবে শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের সাথে তিনি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।