শুক্রবার ● ২৫ এপ্রিল ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রকৃতি ও পরিবেশ » খাদ্যাভাস পরিবর্তনই বরফ যুগে পুমাদের বাঁচিয়ে রেখেছিলো
খাদ্যাভাস পরিবর্তনই বরফ যুগে পুমাদের বাঁচিয়ে রেখেছিলো
বরফ যুগে পুমা বা বনবিড়ালবিশেষ প্রাণীদের টিকে থাকার বিষয়ে সম্প্রতি পরিচালিত এক গবেষনায় নতুন তথ্য পাওয়া গেছে। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত এই গবেষনায় ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয় ও ওয়াইয়োমিং বিশ্ববিদ্যালয়ের গবেষক দল দেখান যে, ১২০০০ বছর পূর্বে বরফ যুগে খাদ্যাভাস পরিবর্তনের মাধ্যমে পুমা বা বনবিড়ালবিশেষ প্রাণীরা নির্বিচারে লোপ পাওয়া থেকে রক্ষা পেয়েছিলো।
গবেষকদর আধুনিক সময়ের পঞ্চাশটি পুমার ফসিল দাঁতের সাথে লস অ্যাঞ্জেলেসের লা ব্রিয়া নামের আলকাতরার কুপ থেকে উদ্ধারকৃত অধুনালুপ্ত দাঁতালো বিড়াল ও আমেরিকার সিংহের দাঁতের তুলনা করেছেন। পাশাপাশি তারা হায়েনা, চিতা এবং আফ্রিকা সিংহের দাঁতের সাথেও এদের তুলনা করে দেখেছেন। এক্ষেত্রে তারা ডেন্টাল মাইক্রোওয়্যার টেক্সার নামের একটি নতুন কৌশল ব্যবহার করেছেন। তারা নমুনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভিন্নতা খুঁজে পেয়েছেন। এ থেকে তারা ধারণা করেছেন খাদ্যাভাসের পরিবর্তনের কারণেই বরফ যুগে উত্তর আমেরিকায় বিচরণকারী বৃহদাকার বিড়াল শ্রেণীর প্রাণীদের ছয়টি প্রজাতির মধ্যে শুধুমাত্র পুমা এবং জাগুয়ার টিকে থাকতে পেরেছিলো।
ডেস্ক রিপোর্ট
সূত্র: ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন
২৫ এপ্রিল, ২০১৪