বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » বাসযোগ্য অঞ্চলে পৃথিবী আকারের গ্রহ আবিস্কার
বাসযোগ্য অঞ্চলে পৃথিবী আকারের গ্রহ আবিস্কার
নাসা’র কেপলার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মত বাসযোগ্য অঞ্চলে পৃথিবী আকারের গ্র্রহের সন্ধান পেয়েছেন। এর আগের আবিস্কৃত সকল গ্রহই পৃথিবী থেকে কমপক্ষে ৪০ শতাংশ বড় ছিল কিন্তু ‘কেপলার-১৮৬এফ’ নামের নতুন আবিস্কৃত এই গ্রহটি পৃথিবীর সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ।
কেপলার-১৮৬এফ এর আকার সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও এর ভর এবং গঠন সম্পর্কে এখনো স্পষ্ট ধারনা পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা এটিকে পাথুরে গ্রহ হিসেবেই বিবেচনা করছেন।
কেপলার-১৮৬এফ এর অবস্থান পৃথিবী থেকে ৫০০ আলোকবর্ষ দূরের সিগন্যাস নক্ষত্রমন্ডলীতে। কেপলার-১৮৬ সিস্টেমে আমাদের সূর্যের আকার ও ভরের অর্ধেক নক্ষত্রকে কেন্দ্র করে আরও চারটি গ্রহ পরিভ্রমনরত। নক্ষত্রটি এম বামন বা লোহিত বামন প্রকৃতির। অন্য চারটি গ্রহ কেপলার-১৮৬বি, কেপলার-১৮৬সি, কেপলার-১৮৬ডি এবং কেপলার-১৮৬ই যথাক্রমে তাদের নক্ষত্রকে প্রতি ৪, ৭, ১৩ এবং ২২ দিনে প্রদক্ষিণ করে। ফলে স্বভাবতই তারা অধিক উত্তপ্ত এবং জীবনধারণের প্রতিকূল। প্রতিটি গ্রহই পৃথিবী থেকে দেড়গুণ ছোট।
নাসা’র জ্যোতিঃর্পদার্থবিদ্যা বিভাগের পরিচালক পল হার্টজ বলেন, পৃথিবী সদৃশ গ্রহ খোঁজার ক্ষেত্রে কেপলার-১৮৬এফ আবিস্কার একটি যুগান্তকারী পদক্ষেপ।
১৭ এপ্রিল, ২০১৪
সূত্র: নাসা
বিষয়: #new star #কেপলার-১৮৬এফ #বামন নক্ষত্র