শনিবার ● ১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » আকাশ পট - মোহাম্মদ আবদুল জব্বার
আকাশ পট - মোহাম্মদ আবদুল জব্বার
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন থেকে প্রকাশিত
মূল্য: একশত পঞ্চাশ টাকা
আকাশ পট বিরাট বিশাল। এখানে অজস্র তারা নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষের শিল্পী মন এই সমস্ত ছড়ানো ছিটানো তারা দিয়ে নানা প্রকার ছবি কল্পনা করে থাকে। এবং এইভাবে সৃষ্টি হয় তারামন্ডলী, এই সমস্ত তারামন্ডলীকে শিল্পী মানুষ বিভিন্ন প্রকার নামকরণ করেন। প্রত্যেকটি নামের পেছনেই লুকিয়ে রয়েছে নানাপ্রকার চমকপ্রদ গল্প, এগুলো বিজ্ঞান সংশ্লিষ্ট না হলেও বিভিন্ন যুগে যুগে মানুষের কল্পনার মিশেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এসবের বিস্তারিতই আলোচিত হয়েছে বইটিতে। গল্পচ্ছলে হলেও এই সকল রূপকার্থক রচনা কিছুটা হলেও আমাদের অনুপ্রেরণা বা আগ্রহ যোগাবে জ্যোতির্বিজ্ঞানে।