শনিবার ● ১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » প্রাচীন জ্যোতির্বিদ্যা - মোহাম্মদ আবদুল জব্বার
প্রাচীন জ্যোতির্বিদ্যা - মোহাম্মদ আবদুল জব্বার
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন থেকে প্রকাশিত
মূল্য: দুইশত পঞ্চাশ টাকা
জ্যোতির্বিজ্ঞান চর্চার ইতিহাস খুবই প্রাচীন। সেই আদিম গুহামানবেরাও অবাক হয়ে প্রত্যক্ষ করত রাতের আকাশের রহস্যময়তা। তাই আবিষ্কৃত বিভিন্ন প্রাচীন গুহাচিত্রে মহাকাশের চিত্র দেখতে পাওয়া যায়। মেহাম্মদ আবদুল জব্বার অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন এই প্রাচীন বিজ্ঞানের চর্চার গৌরবময় ইতিহাসকে। বইটির প্রথম ভাগে রয়েছে মিসর, বেবিলনিয়া, গ্রীসের জ্যোতির্বিদ্যা চর্চার কথা, দ্বিতীয় ভাগে মুসলিম যুগের কথা, তৃতীয় ভাগে ভারতীয় জ্যোতিবিদ্যার সম্পর্কে এবঙ চতুর্থ ভাগে চীন দেশের জ্যোতির্বিদ্যা চর্চার কথা আলোচনা করা হয়েছে। বইটি সুপাঠ্য এবং অবশ্যপাঠ্য।