শনিবার ● ১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » দি ফার্স্ট থ্রি মিনিটস্ - মূল: স্টিভেন ওয়াইনবার্গ
দি ফার্স্ট থ্রি মিনিটস্ - মূল: স্টিভেন ওয়াইনবার্গ
সম্পাদনা ও অনুবাদ: মোঃ নূর সোলায়মান
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন থেকে প্রকাশিত
মূল্য: একশো পঞ্চাশ টাকা
মহাবিশ্বের উদ্ভবের কথা জানতে হলে অবশ্যই গাণিতিকভাবে তা জানতে হবে অর্থাৎ একটি তাত্ত্বিক মডেলের আলোকে। কারণ, দশ থেকে বিশ বিলিয়ন বছর আগে মহাবিশ্বের উদ্ভবের ঘটনা বর্তমান কালের পর্যবেক্ষণ থেকে জানতে হলে দূর অতীতের সেই ঘটনার ছাপ উদ্ঘাটন করতে হবে পরোক্ষভাবে, পর্যবেক্ষণলব্ধ উপাত্তকে তত্ত্বের আলোকে বিশ্লেষণ করে। মহাবিশ্ব সৃষ্টির যে তত্ত্বটি সবচেয়ে গ্রহণযোগ্য বলে প্রমানিত হয়েছে প্রমিত মডেল বা স্ট্যান্ডার্ড মডেলরূপে, সেখানে একটি মহাবিস্ফোরণের মধ্য দিয়ে উদ্ভব ঘটেছে মহাবিশ্বের। এই বইয়ের ভিত্তি হচ্ছে সেই মডেলটি।
স্টিভেন ওয়াইনবার্গ মহাবিস্ফোরণের যে বর্ণনা তুলে ধরেছেন তা বস্তুত শুরু হয়েছে বিস্ফোরণের ০.০১ সেকেন্ডের পর থেকে। তার বইয়ের যে চমকপ্রদ গল্প তা চলেছে বিস্ফোরণের মুহুর্তের পর তিন মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত। গল্পটি শুরু হয় যখন মহাবিশ্বের তাপমাত্রা ছিল একশ বিলিয়ন ডিগ্রী কেলভিন এবং সময় ছিল ১০-২ সেকেন্ড। সেই সময় ইলেকট্রন পজিট্রন যুগল ক্রমাগত সৃষ্টি হচ্ছিল বিকিরণ থেকে এবং এদের বিনাশ ঘটছিল বিকিরণে। তাপমাত্রা যখন ৩০ বিলিয়ন ডিগ্রী কেলভিনে নেমে এলো তখন অবস্থার পরিবর্তন ঘটল, প্রোটন ও নিউট্রনের অনুপাত গেল বদলে। এই বইয়ে দেখানো হয়েছে মহাবিশ্বের রূপান-র সময়ের সাথে আনুপাতিক নয়। ভগ্নাংশের হিসাবে এক বিলিয়ন বছরে এখন মহাবিশ্বের আয়তনের যে সমপ্রসারণ ঘটবে, সৃষ্টির সূচনা মুহুর্তে সেকেন্ডে তার চেয়ে বেশি সমপ্রসারণ ঘটেছে। সেই জন্যই প্রথম তিন মিনিটের মহাবিশ্বে যে সব ঘটনা ঘটেছে তার কাহিনী এত চমকপ্রদ হয়ে ফুটে উঠেছে ওয়াইনবার্গের বর্ণনায় সূক্ষ্ম ও মৌলিক বৈশিষ্ট্যে।