বৃহস্পতিবার ● ২৩ আগস্ট ২০১২
প্রথম পাতা » মাথায় কত প্রশ্ন » আমরা সবসময়ে চাঁদের এক পিঠকেই দেখি কেন?
আমরা সবসময়ে চাঁদের এক পিঠকেই দেখি কেন?
চাঁদ নিজ অক্ষের উপর আবর্তিত হলেও আমরা সব সময়েই চাঁদের একটা পিঠকেই দেখতে পাই, যা চাঁদের আয়তনের ৫৯ ভাগ। কারণ,চাঁদের নিজ অক্ষের উপর আবর্তিত হতে যে সময় প্রয়োজন হয়, সেই একই সময় প্রয়োজন পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে। এই কারণটি সর্বপ্রথম ব্যাখ্যা করেন ফরাশি জ্যোতির্বিদ জি ডি ক্যাসিনি।