

শুক্রবার ● ২০ জুলাই ২০১৮
প্রথম পাতা » মাথায় কত প্রশ্ন » প্লাস্টিক বোতলের তলায় থাকা ত্রিকোণ চিহ্নের অর্থ
প্লাস্টিক বোতলের তলায় থাকা ত্রিকোণ চিহ্নের অর্থ
ব্যবহারে দীর্ঘস্থায়িত্ব ও সহজলভ্য হওয়ার কারণে আজকাল প্লাস্টিকের বোতল সকলের কাছেই জনপ্রিয়। বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থাকা সত্বেও প্রায় সর্বত্রই প্লাস্টিকের পেট বোতলের ছড়াছড়ি। বিশেষকরে পানীয় রাখার জন্য এটি বহুল ব্যবহৃত। কিন্তু বাস্তবে এই জাতীয় বোতলের বেশিরভাগই Onetime Use বা একবার ব্যবহারের উপযোগী করে বানানো। প্লাস্টিকের নানারকম পেট বোতলের নির্দিষ্ট ব্যবহার বিধি রয়েছে অর্থাৎ এটি কিভাবে বা কতোবার ব্যবহার করা সম্ভব। একটু খেয়াল করলে দেখা যাবে প্রতিটি বোতলের তলায় একটি ত্রিকোণ চিহ্ন রয়েছে। তাই প্লাস্টিক বোতলের তলায় থাকা ত্রিকোণ চিহ্নের মানে জানা থাকলে এটি ব্যবহার করে কোন স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হবে না।
মূলত এই চিহ্নটি আসলে প্লাস্টিক বোতলের চারিত্রিক ইনডেক্স। এই চিহ্নটা থাকলে বোঝা যায় বোতলটি বিধিসম্মতভাবে তৈরি। কিন্তু বোতলটি ব্যবহারে কতটা নির্ভরযোগ্য বা কী ধরনের জিনিস তাতে রাখা যাবে তা ত্রিকোণ চিহ্নের মধ্যে থাকা সংখ্যা দ্বারা বোঝা যায়। আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে:
ত্রিকোণের মাঝে 1 সংখ্যা: PETE বা PET (পলিথিলিন টেরেফথ্যালেট)
অধিকাংশ ক্ষেত্রে কার্বসাইড রিসাইক্লিং প্রক্রিয়ায় উৎপাদিত এই ধরনের বোতল স্বচ্ছ হয়ে থাকে এবং পানীয় জল ও সোডা রাখার জন্য তৈরি করা হয়। এই ধরনের বোতল কখনো কখনো নিরাপদ বলা হলেও এতে সহজেই ব্যাকটেরিয়া জমে। এই ধরনের বোতল বহু ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
পুনর্ব্যবহৃত প্লাস্টিকের অন্যতম উপাদান এই ধরনের বোতল, যা পরবর্তীতে ডিম বাক্স, স্নোবোর্ড, সিলবোটের অংশ, বোতল, পাত্র এবং এমনকি কিছু আসবাব ও গালিচা তৈরি করতে পুনরায় ব্যবহার করা যায়।
ত্রিকোণের মাঝে 2 সংখ্যা: HDPE (High Density Polyethylene) বা উচ্চ-ঘনত্বের পলিথিন
লন্ড্রি ডিটারজেন্ট কন্টেনার, দুধের জগ, জুসের বোতল, প্রসাধনীর জন্য এবং প্লাস্টিকের মুদি ও শপিং ব্যাগের জন্য ব্যবহৃত হয়। এগুলোকে ক্ষেত্রবিশেষ নিরাপদ ভাবা হয়।
ত্রিকোণের মাঝে 3 সংখ্যা: V or PVC (Vinyl) বা পলিভিনাইল ক্লোরাইড
এই ধরনের বোতল বহুবার ব্যবহার করা উচিত নয়, এতে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকে। শ্যাম্পু রাখা, খাবার প্যাকেট, রান্নার তেল, চিকিৎসা যন্ত্রপাতি, পাইপ, জানালা প্রভৃতি কাজে এই বোতল ব্যবহার করা হয়।
ত্রিকোণের মাঝে 4 সংখ্যা: LDPE (Low Density Polyethylene) বা নিম্ন-ঘনত্বের পলিইথাইলিন
এই ধরনের প্লাস্টিক অনেকবার ব্যবহারের উপযোগী। হিমায়িত খাবারের জন্য ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ, সঙ্কুচিত বোতল, শুকনো পরিষ্কারের ব্যাগ, সেলফোন এবং ডিসপোজেবল শিশুর ডায়াপার প্রভৃতি কাজে ব্যবহৃত হয়।
ত্রিকোণের মাঝে 5 সংখ্যা: PP (Polypropylene) বা পলিপ্রোপাইলিন
এই ধরনের প্লাস্টিকও নিরাপদ। সাধারণত দই পাত্র, সস বোতল, সিরাপ বোতাল, ওষুধের বোতল প্রভৃতিতে ব্যবহৃত হয়।
ত্রিকোণের মাঝে 6 সংখ্যা: PS (Polystyrene) বা পলিস্টাইরিন
এই ধরেনর প্লাস্টিকও শরীরের জন্য ক্ষতিকর। এটা মানুষের মধ্যে হরমোন সমস্যা তৈরি করে এবং ক্রমাগত এই ধরনের প্লাস্টিকের ব্যবহার ক্যানসারের প্রবণতা বাড়ায়। ডিম বাক্স, ডিসপোজেবল কফি কাপ ও থালা, মাংসের ট্রে প্রভৃতি কাজে ব্যবহৃত হয়।
ত্রিকোণের মাঝে 7 সংখ্যা: বিবিধ
এই ধরেনর প্লাস্টিকও শরীরের জন্য ক্ষতিকর। বিবিধ প্লাস্টিকগুলি প্রায়ই পুনর্ব্যবহারযোগ্য খাবারের স্টোরেজ কন্টেনারগুলিতে ব্যবহার করা হয়।