শুক্রবার ● ৫ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » মাথায় কত প্রশ্ন » সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
সূর্য থেকে পৃথিবীর সর্বনিন্ম দূরত্ব ১৪৭ মিলিয়ন মাইল এবং সর্বোচ্চ দূরত্ব ১৫২ মিলিয়ন মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে ২৯৯,৭৯২,৪৫৮ মিটার এবং সূর্যের ব্যাসার্ধ ৬৯৬,০০০ কিলোমিটার। ফলে এই হিসেব থেকে আমরা সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছানোর সময় বের করতে পারি। সূর্য থেকে পৃথিবীর দূরত্বের হ্রাস-বৃদ্ধির কারণে এই সময় হচ্ছে ৮.১৪ এবং ৮.৪২ মিনিট। গড় করলে এই সময় দাঁড়ায় ৮.২৮ মিনিট অর্থাৎ ৮ মিনিট ১৭ সেকেন্ড।