

রবিবার ● ৮ জুলাই ২০১২
প্রথম পাতা » মাথায় কত প্রশ্ন » আমরা হাই তুলি কেন?
আমরা হাই তুলি কেন?
ফুসফুসে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখনই আমরা হাই তুলি। দেখা গেছে আমাদের ফুসফুসের নিচের অংশে অ্যালভিওলি (alveoli) নামে এক ধরনের বায়ু থলি আছে। স্বাভাবিক অবস্থায় কিংবা বিশ্রাম নেওয়ার সময় আমরা যখন শ্বাস-প্রশ্বাস নেই তখন আমাদের ফুসফুসের ক্ষমতার পুরোটা ব্যবহার করি না, বরং বেশির ভাগ সময় আমরা এই ওই অ্যালভিওলি ব্যবহার করি। তাজা বাতাস না পেলে এই বায়ু থলিগুলো কিছুটা চুপসে যায়। ফলে ফুসফুস কিছুটা সঙ্কুচিত হয়। তখনই আমাদের মস্তিষ্কে সংকেত যায় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য। আর এই কারণেই আমরা হাই তোলার মাধ্যমে বেশি পরিমান বাতাস গ্রহন করে ফুসফুসকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি।