রবিবার ● ২৪ জুন ২০১২
প্রথম পাতা » মাথায় কত প্রশ্ন » মহাবিশ্বের সূচনা কবে হয়েছিল?
মহাবিশ্বের সূচনা কবে হয়েছিল?
আজ থেকে প্রায় ১৫০০ কোটি বছর আগে মহা বিস্ফোরণের মধ্যে দিয়ে এই মহাবিশ্বের সূচণা। ধারণা করা হয় মহা বিস্ফোরণের পূর্বে বিশ্বের যাবতীয় পদার্থ ও তেজ একটি বিন্দুতে ঘনীভূত ছিল। মহা বিস্ফোরণের ঠিক পর পরই যে তেজ বা বিকিরণ ছিল তা সমতুল্যতার সূত্র অনুসারেই পদার্থতে রূপান্তরিত হয়। বিস্ফোরণের প্রথম তিন মিনিটের মধ্যে নিউক্লিয় সিনথেসিস সম্পন্ন হয়। এসময় শুধু ছিল পজিট্রন ও ইলেকট্রন এবং কোয়ার্ক ও এন্টিকোয়ার্ক।