রবিবার ● ২৪ জুন ২০১২
প্রথম পাতা » পালনীয় দিবস » আন্তর্জাতিক নদীকৃত্য দিবস
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস
সুদূর অতীত থেকেই সভ্যতার বিকাশে নদীর ভূমিকা ছিল অগ্রগণ্য। নদীকেন্দ্রিক মানুষের আর্থসামাজিক, সুখ-সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল নদীর সহজাত নাব্যতার ওপর। কিন্তু মানবসৃষ্ট কারণে পৃথিবীর অনেক নদীই আজ মৃতপ্রায়। তাই মানবজাতির অস্তিত্বের সাথে মিশে থাকা নদী রক্ষায় নদীর প্রতি আমাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিতেই প্রতিবছর ১৪ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে অব অ্যাকশন ফর রিভারস।
১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিবা শহরে অনুষ্ঠিত হওয়া একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে ‘আন্তর্জাতিক নদীকৃত্য দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাজিলের সেই সমাবেশে ২০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মূলত বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা সেই সমাবেশে নিজেদের সংকট সমাধানের উপায় খুঁজতে একত্রিত হয়েছিলেন। তাইওয়ান, ব্রাজিল, চিলি, লেসেথো, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রসহ আরও কিছু দেশের প্রতিনিধি নদীর প্রতি জবাবদিহি করার একটি দিবস পালনে একমত হন। বৃহৎ বাঁধের বিরুদ্ধে ১৪ মার্চ ব্রাজিলের একটি কর্মদিবসের ঘোষণা আগে থেকেই ছিল। তাই ১৪ মার্চেই আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যায় স্বাধীনতার পর থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় ২০ হাজার কিলোমিটার নদীপথ হারিয়ে গেছে। নদীর বহুমুখী সংকট থেকে উত্তরণ তাই আমাদের জন্যও জরুরী হয়ে পড়েছে।
বিভিন্ন বছরে দিবসটির মূল প্রতিপাদ্য -
২০১১: নদীর জন্য অনুপ্রাণিত হোন, সৃষ্টিশীল হোন, সক্রিয় হোন
২০১২: বাঁধ হটাও, বিপর্যয় ঠেকাও