বুধবার ● ৩ জুন ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বিশ্ব পরিক্রমা » আত্মহত্যায় আগ্রহী ছিলেন স্টিফেন হকিং
আত্মহত্যায় আগ্রহী ছিলেন স্টিফেন হকিং
তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং আত্মহত্যায় উদ্যোগী হতেন যদি তিনি পরিবারের কাছে বোঝা মনে হতেন কিংবা যদি তিনি মনে করতেন পৃথিবীকে দেয়ার মতো তার কিছুই নেই। সম্প্রতি বিবিসি ওয়ান এর নির্মিতব্য একটি তথ্যচিত্রের জন্য সাক্ষাৎকার প্রদানকালে ডারা ও’ব্রায়ান কে এমন তথ্য দেন হকিং।
স্টিফেন হকিং মোটর নিউরন রোগে আক্রান্ত এবং চলৎ ও বাকশক্তিহীনভাবে শুধুমাত্র প্রযুক্তির সহায়তায় যোগাযোগে সক্ষম। তিনি মনে করেন কারো ইচ্ছের বিপরীতে জোরপূর্বক বাঁচিয়ে রাখাটা চূড়ান্ত অবমাননাকর, যদি এমনটি তার ক্ষেত্রে ঘটত তবে তা হতো অত্যন্ত বেদনাদায়ক। এ ব্যাপারে ২০১৩ সালে তিনি বলেছিলেন, “আমরা যদি পালিত পশুপাখিদের যন্ত্রনা দিতে না চাই, তাহলে মানুষকে কেন দেব?” হকিং বলেন শারীরিকভাবে তার কোন যন্ত্রনা নেই, কিন্তু নিজের অবস্থান পরিবর্তনের অক্ষমতা তাকে বিব্রত করে।
একাকীত্বের বিষয়ে প্রশ্নের উত্তরে হকিং বলেন, “এসময় আমি খুবই একাকীত্ব বোধ করি, কারণ মানুষ আমার সাথে কথা বলতে ভীত থাকে অথবা আমার লিখিত উত্তর পাওয়ার দীর্ঘসূত্রতা তারা পছন্দ করে না। মানুষের সাথে কথা বলার জটিলতা আমাকে লজ্জা দেয়।
আগামী ১৫ জুন বিবিসি ওয়ানে স্টিফেন হকিং এর উপর নির্মিত এই তথ্যচিত্রটি সম্প্রচারিত হবে।
০৩ জুন, ২০১৫
সূত্র: দ্য টেলিগ্রাফ





ক্রিকেটের ডাকওয়ার্থ লুইস পদ্ধতি বা বৃষ্টি আইনের যুগ্ম প্রবক্তা গণিতবিদ টনি লুইস আর নেই
আর্থ ওভারশুট ডে: পৃথিবীর প্রাকৃতিক সম্পদ উদ্বেগজনক মাত্রায় হ্রাস পাচ্ছে
মিশরে ৩২০০ বছর আগের পনিরের সন্ধান
রাতের আকাশে আজ ও আগামীকাল দেখা মিলবে পারসেইড উল্কাবৃষ্টি
পদার্থবিদ্যার ইতিহাসে অন্যতম সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই
প্রথমবারের মতো সৌরবিমানের বিশ্ব ভ্রমন
ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে ফ্রান্সে মারা গেলেন ০১ জন, অসুস্থ্য আরও অনেকে
২৩ সেপ্টেম্বর শারদ বিষুব: দিন-রাতের দৈর্ঘ্য সমান
রাতের আকাশে উল্কার ঝলকানি: ১১-১৩ আগস্ট পারসেইড উল্কাবৃষ্টি 