রবিবার ● ১৪ জুন ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » জেগে উঠেছে রোবট ফিলায়ে
জেগে উঠেছে রোবট ফিলায়ে
পৃথিবী থেকে প্রায় ৫১ কোটি কিলোমিটার দূরের ৬৭পি বা চুরিয়মোভ-গেরাসিমেনকো সংক্ষেপে চুরি ধূমকেতুর পৃষ্ঠে দীর্ঘ সাত মাস নিশ্চুপ থাকার পরে ফের জেগে উটেছে রোবট ফিলায়ে। ধূমকেতুর পৃষ্ঠে ঘুমিয়ে পড়া ফিলায়ের সাথে আবারও যোগযোগ করা সম্ভব হয়েছে। বাংলাদেশ সময় ১৩ জুন বিকেল ২:২৮ মিনিটে ইউরোপীয়ান স্পেস এজিন্সী ফিলায়ে থেকে সিগন্যাল গ্রহণ করে।
ইউরোপীয়ান স্পেস এজিন্সী’র রোসেটা নভোযানের এই রোবটটি ২০০৪ সালে পৃথিবী ছেড়ে চুরি ধূমকেতুর উদ্দেশ্যে রওনা হয়। প্রায় ৫১ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে চুরি ধূমকেতুতে পৌঁছায় রোসেটা। গত বছর ১২ নভেম্বর অবতরণের মাত্র ৬০ ঘন্টার মাথায় ব্যাটারি চার্জ-শূন্যের কারণে নিশ্চুপ হয়ে পড়ে ফিলায়ে। ফলে গত ১৫ নভেম্বর থেকে ফিলায়ের সাথে কোনভানে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গত সাত মাস আড়াল থেকে একটু একটু করে সূর্যের দিকে সরে এসেছে রোবট ফিলায়ে এবং নতুন করে কাজ করার যথেষ্ট শক্তি অর্জন করেছে। ফিলায়ের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো ধূমকেতু জয় করেছিল মনুষ্যনির্মিত যান। আগামী সেপ্টেম্বর ২০১৬ সালে ফিলায়ের ১৩ বছরের মিশন সমাপ্ত হবে।
১৪ জুন, ২০১৫
সূত্র: ইউরোপীয়ান স্পেস এজিন্সী
বিষয়: #চুর ধূমকেতু #ফিলায়ে #রোসেটা