বুধবার ● ৬ মে ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বিশ্ব পরিক্রমা » মঙ্গলযাত্রার আইডিয়া দিয়ে পুরস্কার জেতার ঘোষনা নাসা’র
মঙ্গলযাত্রার আইডিয়া দিয়ে পুরস্কার জেতার ঘোষনা নাসা’র
নাসা বর্তমান এবং পরবর্তী প্রজন্মের জন্য মহাকাশে বাসযোগ্য অঞ্চল গড়ার লক্ষ্যে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। আর এ লক্ষ্যে মঙ্গল গ্রহকে সামনে নিয়েই রীতিমত প্রস্তুতি চলছে। মহাকাশ অভিযাত্রা হিসেবে পৃথিবী ছেড়ে মানুষের মহাশূণ্যে পাড়ি জমানো কিভাবে আরো নিশ্চিত ও দির্ঘস্থায়ী করা যায় সে বিষয়ে একটি প্রতিযোগিতা নিয়ে এসেছে নাসা। গত ৫ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নাসা জানায়, মহাকাশ চ্যালেঞ্জ হিসেবে মঙ্গল গ্রহে স্থায়ীভাবে টিকে থাকার জন্য মানুষ কি কি করতে পারে সেই আইডিয়া প্রদান করতে হবে।
শুধুমাত্র লিখিতভাবে আইডিয়া জমা দিতে হবে, এর জন্য নাসা ১৫০০০ মার্কিন ডলার পুরষ্কার ঘোষনা করেছে। সর্বমোট তিনজন এই প্রতিযোগিতায় জয়ী হয়ে পারবেন। প্রতিযোগীরা এক বা একাধিক ভাবনা জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য এখানে দেখুন।
সূত্র: নাসা
০৬ মে, ২০১৫