বুধবার ● ৬ মে ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » সেরেস-এর পৃষ্ঠদেশে উজ্জ্বল দাগের চিহ্ন
সেরেস-এর পৃষ্ঠদেশে উজ্জ্বল দাগের চিহ্ন
মহাকাশ প্রোব ডন থেকে তোলা ছবি বিশ্লেষন করে বামন গ্রহ সেরেস-এর পৃষ্ঠদেশে উজ্জ্বল দাগের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গত ০৪ মে, ২০১৫ তারিখে ৮৪০০ মাইল দূর থেকে ০.৮ মাইল/পিক্সেলে তোলা ছবিতে এই স্পষ্ট সাদা দাগের দেখা মেলে। সেরেসের উত্তর গোলার্ধের একটি ক্রাটারে এই দাগ পাওয়া গেছে।
নাসা গত ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে মহাকাশ প্রোব ‘ডন’ মহাকাশে প্রেরণ করে, এর উদ্দেশ্য ছিল মঙ্গল ও বৃহষ্পতির মাঝে থাকা গ্রহানু বেল্টের কিছু পরিচিতি বামন গ্রহসদৃশ ভেস্তা ও সেরেস কে পর্যবেক্ষণ করা। নাসা’র জেট প্রোপালশন ল্যাবরেটরি ডন এর তত্ত্বাবধান করছে। ২০১১-১২ সাল পর্যন্ত দুই বছরে এটি ভেস্তাকে পর্যবেক্ষণ করে এবং শেষে সেরেসকে পর্যবেক্ষণরত রয়েছে। এটিই একমাত্র মহাকাশযান যা একসাথে দুটি মহাকাশীয় বস্তুর কক্ষপথ প্রদক্ষিণ করেছে।
সেরেসের পৃষ্ঠভাগে সাদা দাগ নিয়ে এখন পর্যন্ত তিনটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা:
প্রথমত, ক্র্যাটারের উপরিভাগে জমাকৃত বরফে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে এই দাগের সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, এটি হতে পারে জমাটবাধা কার্বন-ডাই-অক্সাইড এর কারণে। তৃতীয়ত, কোনও ধাতব জায়গার উপর আলোর প্রতিফলনে এমন দাগ তৈরি হতে পারে।
সূত্র: নাসা
০৬ মে, ২০১৫
বিষয়: #উজ্জ্বল দাগ #জেট প্রোপালশন ল্যাবরেটরি #ডন #নাসা #বামন গ্রহ #সেরেস