বুধবার ● ৪ মার্চ ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বিশ্ব পরিক্রমা » আজ মাইক্রো মুন
আজ মাইক্রো মুন
০৬ মার্চ, ২০১৫ তারিখ মাইক্রো মুন বা ক্ষুদ্র চাঁদ। কক্ষপথ পরিভ্রমনে পৃথিবীর সাপেক্ষে চাঁদের দূরত্বের হ্রাস-বৃদ্ধির কারণে চাঁদ কখনো কখনো পৃথিবীর তুলনামূলক কাছে চলে আসে, আবার কখনো দূরে অবস্থান করে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় পৃথিবীর সাপেক্ষে কক্ষপথে চাঁদের নিকটতম অবস্থানকে বলা হয় পেরিজি (perigee) এবং দূরতম অবস্থানকে বলা হয় অ্যাপজী (apogee)। দূরবর্তী অবস্থানে থাকা অবস্থায় সংঘঠিত পূর্ণিমাকে বলা হয় মাইক্রো মুন বা মিনি মুন বা ক্ষুদ্র চাঁদ।
এদিন দিবাগত রাত ১২.০৫ মিনিটে সংঘঠিত পূর্ণিমায় চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ৫১ হাজার ৭৫৩ মাইল দূরে অবস্থান করে। এ সময় চাঁদের আলো স্বাভাবিকের থেকে ১২ শতাংশ কম ছিল।