

শনিবার ● ১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » মহাবিশ্বে জীবনের সন্ধান - রেজাউর রহমান
মহাবিশ্বে জীবনের সন্ধান - রেজাউর রহমান
প্রথমা থেকে প্রকাশিত
মূল্য: একশ টাকা
১ম প্রকাশ: জানুয়ারি, ২০১০
প্রাচীনকাল থেকে মানুষের মনে মীমাংসাহীন এক প্রশ্ন, মহাকাশের পর আর কী আছে? মহাকাশের সীমানা ছাড়িয়ে থাকতেও তো পারে অন্য এক জগৎ। আশার আলো জ্বেলে এগিয়ে যাচ্ছে বিজ্ঞান। বিশেষজ্ঞরা মনে করছেন, মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং অন্য গ্রহ-গ্রহান্তরেও তা থাকার সম্ভাবনা আছে। নাসার বিশেষজ্ঞরা মনে করছেন, ২০১৮ সাল নাগাদ মঙ্গলে মানব-মিশনের কাজের অগ্রগতি হবে। আমরাও ক্রমে নিশ্চিত হতে থাকব, মহাবিশ্বে আমরা একা নই, রয়েছে আমাদের আরও দোসর, সহোদর। এসব বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক পর্যালোচনাই এ বইয়ের মূল প্রতিপাদ্য।