শনিবার ● ১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » জ্যোতির্বিদ্যা পরিচয় - আলীফ হোসেন
জ্যোতির্বিদ্যা পরিচয় - আলীফ হোসেন
সংহতি থেকে প্রকাশিত
মূল্য: একশত ষাট টাকা
১ম প্রকাশ: জানুয়ারি, ২০০৮
জ্যোতির্বিদ্যা পরিচয় গ্রন্থটির উদ্দেশ্য দু’টি, আর এই দুই লক্ষ্যেরই গুরুত্ব বিশাল। প্রথমত, জ্যোতির্বিদ্যা বিষয়ে একটি প্রাথমিক ধারণা এই বইটি থেকে পাওয়া যাবে। মহাবিশ্বের গঠন, আমাদের সৌরজগৎ, মহাজগতকে সচল রাখছে যে বলসমূহ তার পরিচিতি, আকাশ দেখার নিয়মকানুন, জ্যোতিষশাস্ত্র কেন ভিত্তিহীন - প্রয়োজনীয় এসব বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে বইটিতে।
অন্যদিকে এই গ্রন্থে পাঠক প্রাচীন সভ্যতাগুলোকে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত জ্ঞানের উন্মেষ ও বিকাশ সম্পর্কে একটা ধারণা পাবেন। মিশরীয়, গ্রিক ও ভারতীয় সভ্যতার উৎসের সন্ধান করতে গিয়ে মানুষ মহাকাশ ও সুষ্টিতত্ত্ব নিয়ে যেভাবে ভেবেছিল, তার ধারাক্রম তো জ্ঞানের ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশ।
সাধারণভাবে একটি সমাজ বিজ্ঞানচর্চার বিস্তারের নিরিখে ঐ সমাজের সার্বিক ব্যবস্থা সম্পর্কে এক রকমের ধারণা করা সম্ভব। আমাদের দেশে বিজ্ঞানচর্চা বরাবরই বিচ্ছিন্নভাবে হয়েছে, জ্যোতির্বিজ্ঞান চর্চায় আগ্রহও সঙ্গত কারণেই হ্রসক্বায়। অন্যদিকে সুসংগঠিত অপবিজ্ঞানচর্চার কূপমন্ডূকতা বেশ দাপট ও প্রভাব নিয়েই সমাজে ক্রিয়াশীল। সেক্ষেত্রে এই ধরনের গ্রন্থ আগ্রহীদের জন্য কেবল প্রবেশিকার কাজই করবে না, সমাজে বিজ্ঞানচর্চার প্রসারেও ভূমিকা রাখবে। গ্রন্থটি শিক্ষার্থীদের লক্ষ্য করে রচিত হলেও সাধারণ পাঠকও এ থেকে উপকৃত হবেন।