সোমবার ● ২ জুলাই ২০১২
প্রথম পাতা » মাথায় কত প্রশ্ন » বুধ গ্রহ শুক্র গ্রহের তুলনায় সূর্যের বেশি কাছে হলেও শুক্র গ্রহ কেন বেশি উজ্জ্বল?
বুধ গ্রহ শুক্র গ্রহের তুলনায় সূর্যের বেশি কাছে হলেও শুক্র গ্রহ কেন বেশি উজ্জ্বল?
মেঘমুক্ত আকাশে চাঁদের পরই শুক্র গ্রহকে আকাশে সবচেয়ে উজ্জ্বল দেখা যায়। কিন্তু শুক্র গ্রহের তুলনায় বুধ গ্রহ সূর্যের কাছে হওয়া সত্ত্বেও শুক্র গ্রহই বুধের চেয়ে বেশি উজ্জ্বল। এর কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হিসেবে বলা যায় শুক্র গ্রহ আকারে বুধ গ্রহের চেয়ে অনেক বড়। বুধ গ্রহের ব্যাস ৩১০০ মাইল, আর শুক্র গ্রহের ব্যাস ৭৭০০ মাইল। দ্বিতীয় কারণ হিসেবে বলা যায়, বুধ গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই, কিন্তু শুক্র গ্রহের চারপাশে কার্বন ডাই-অক্সাইডের ঘন মেঘের আস্তরণ রয়েছে। বায়ুমণ্ডল সূর্যের আলো বিচ্ছুরণে সাহায্য করে। ফলে শুক্র গ্রহের ক্ষেত্রে বেশি আলো বিচ্ছুরিত হয়। তৃতীয়ত, সূর্যকে প্রদক্ষিণকালে শুক্র গ্রহ বুধ গ্রহের তুলনায় পৃথিবীর বেশি কাছে আসে। এই কারণগুলোর জন্য শুক্র গ্রহ বুধের তুলনায় আকাশে বেশি উজ্জ্বলভাবে দেখা যায়।