শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » দ্য গ্রান্ড ডিজাইন - স্টিফেন হকিং ও লিওনার্দ ম্লডিনাও
দ্য গ্রান্ড ডিজাইন - স্টিফেন হকিং ও লিওনার্দ ম্লডিনাও
সন্দেশ থেকে প্রকাশিত
মূল্য: ২৪০ টাকা
প্রথম প্রকাশ: আগস্ট ২০১১
প্রচ্ছদ: বিপ্লব দেব
ISBN 978-984-8088-21-0
দ্য গ্রান্ড ডিজাইন বইয়ে কোয়ান্টাম তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা হয়েছে যে মহাবিশ্বের শুধু একটি অস্তিত্ব, কিংবা ইতিহাস নেই; বরং মহাবিশ্বের প্রতিটি ইতিহাস যুগপৎ বিরাজমান। যখন মহাবিশ্বের ক্ষেত্রে তা সামগ্রিকভাবে প্রয়োগ করা হয়, তখন এ ধারণা কার্যকারণ সম্পর্ককেই প্রশ্নবিদ্ধ করে। কিন্তু মহাবিশ্বের ‘উপর নিচ’ পদ্ধতি (হকিং এবং ম্লডিনাও-এর বর্ণনাকৃত) বলে যে অতীত কোনো সুনির্দিষ্ট রূপ নেয় না, অর্থাৎ আমরা মহাবিশ্বকে প্রত্যক্ষ করেই ইতিহাস তৈরি করি, ইতিহাস আমাদের সৃষ্টি করে না। লেখকদ্বয় আরো ব্যাখ্যা করেছেন যে আমরা নিজেরাও মহাবিশ্বের সৃষ্টিলগ্নের কোয়ান্টাম-চঞ্চলতা থেকে সৃষ্টি এবং কোয়ান্টাম তত্ত্ব কীভাবে ‘বহু মহাবিশ্ব’ ধারণার ভবিষ্যৎবাণী করে - এটা এমন এক ধারণা যে আমাদের মহাবিশ্ব অনেকগুলোর মধ্যে একটি; তা শূন্য থেকে স্বতস্ফূর্তভাবে সৃষ্ট এবং প্রতিটি মহাবিশ্বের ভিন্ন প্রাকৃতিক সূত্রাবলী রয়েছে।
বাস্তবতার প্রথাগত ধারণাকে হকিং এবং ম্লডিনাও প্রশ্নবিদ্ধ করেছেন, যা একটি ‘মডেল-নির্ভর’ বাস্তবতার তত্ত্বকে পাওয়ার আশা করে। সবশেষে তারা চূড়ান্ত বিচার করেছেন M-তত্ত্বের রূপরেখাকে, যা আমাদের মহাবিশ্বের পরিচালনা সূত্রাবলীকে একমাত্র চূড়ান্ত তত্ত্বের গ্রহণযোগ্য প্রার্থী হিসাবে উপস্থাপন করেছে। তা যদি নিশ্চিতভাবে প্রমাণ করা যায়, তবে এটাই হবে আইনস্টাইনের ইস্পিত সেই একীভূত তত্ত্ব এবং মানুষের অনুসন্ধানের ক্ষেত্রে চূড়ান্ত বিজয়।
আমাদের প্রচলিত ধারণা ও প্রথাগত বিশ্বাসকে পরিবর্তনকারী একটি সুনির্দিষ্ট, চমকপ্রদ এবং বিস্ময়কর পথ নির্দেশিকা হিসাবে ‘দ্য গ্রান্ড ডিজাইন’ পাঠককে এমনভাবে উজ্জীবিত করবে, যা অতুলনীয়।