শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » দ্বৈত সূর্যের গ্রহ
দ্বৈত সূর্যের গ্রহ
আমাদের সৌরজগতের বাইরে সম্প্রতি আবিস্কৃত হয়েছে। পৃথিবী থেকে ২০০ আলোকবর্ষ দূরের এই গ্রহটি মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র কেপলার মিশন নিশ্চিত করেছে, যা গত ১৬ সেপ্টেম্বর তারিখে প্রকাশ করা হয়।
এই আবিষ্কার আমাদেরকে নতুন ধরনের এক গ্রহ সিস্টেমের ধারণা দিল। কেপলার ১৬বি নামের এই গ্রহটি অনেকটা শনি গ্রহের মতোই বিশাল কিন্তু শীতল ও গ্যাসীয় হওয়ায় এখানে প্রাণের জন্য সহায়ক পরিবেশ নেই বলে ধারণা করা হচ্ছে। এর কারণ হচ্ছে দুটি সূর্যই আমাদের সূর্যের চেয়ে ছোট ও তুলনামূলকভাবে শীতল। সূর্য দুটি আমাদের সৌরজগতের সূর্যের চেয়ে যথাক্রমে ৬৯ ও ২০ শতাংশ ছোট। গ্রহটির ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ৭৩ ও মাইনাস ১০১ ডিগ্রি সেলসিয়াস। এটি ২২৯ দিনে একবার তার দুই সূর্যকে প্রদক্ষিণ করে, যা আমাদের শুক্র গ্রহের কক্ষপথের মত। সূর্য দুটি থেকে গ্রহটির গড় দূরত্ব ১০ কোটি ৪০ লাখ কিলোমিটার। দুটি সূর্য থাকায় এ গ্রহে সূর্যাস্তও দুবার হয়। সূর্য দুটি ৪১ দিনে পরষ্পরকে একবার ঘুরে আসে।
সূত্র: নাসা