শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০১৪
প্রথম পাতা » পদার্থবিজ্ঞান » পদার্থবিজ্ঞানের প্রথম পাঠ - মুহম্মদ জাফর ইকবাল
পদার্থবিজ্ঞানের প্রথম পাঠ - মুহম্মদ জাফর ইকবাল
তাম্রলিপি থেকে প্রকাশিত
মূল্য: ২৬৭ টাকা (নিউজ), ৪৪৭ টাকা (অফসেট)
প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৪
প্রচ্ছদ: ধ্রুব এষ
পৃষ্ঠা সংখ্যা: ৩১৬
ISBN 984-70096-0231-3
বইটি স্কুলের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য লেখা হয়েছে। তবে বইটি কোনভাবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য লেখা নয়, বরং পদার্থবিজ্ঞান শেখার জন্য। লেখক বইয়ে অনেকগুলো সমস্যা উদাহরণ হিসেবে দিয়েছেন, তাই কারো যদি পদার্থবিজ্ঞান শেখার ইচ্ছে হয় তাদেরকে উদাহরণগুলো নিজে নিজে করার চেষ্টা করতে হবে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন মৌলিক বিষয় সহজভাবে বুঝতে বইটি শিক্ষার্থীদের যথেষ্ট সাহায্য করবে।