সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » পদার্থবিজ্ঞান » আইনস্টাইনের সহজ পাঠ - মূল: এডউইন ই. স্লসন, অনুবাদ: সৌমেন হাজরা
আইনস্টাইনের সহজ পাঠ - মূল: এডউইন ই. স্লসন, অনুবাদ: সৌমেন হাজরা
শুদ্ধস্বর থেকে প্রকাশিত
মূল্য: একশত বিশ টাকা
১ম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০০৮
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
পৃষ্ঠা সংখ্যা: ৯৬
ISBN 984-70183-0007-1
বিজ্ঞানের যথাযথ মূল্যায়ণের জন্য একদিকে তা যেমন সাধারণের মাঝে পৌঁছে দেওয়া জরুরি, অন্যদিকে সাধারণেকে সচেতন করে তোলার জন্যেও তা অপরিহার্য। আর পপুলার সায়েন্সের উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক মতবাদগুলোকে যত দ্রুত সম্ভব সাধারণের মাঝে ছড়িয়ে দেওয়া যাতে তারা এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে ভাবতে পারে। তত্ত্ব এবং প্রয়োগ, এ দু’য়ের মধ্যে সময়ের পার্থক্য কমিয়ে আনার মাধ্যমে, পপুলার সায়েন্স প্রগতিকে করে তনান্বিত।
১৯২০ সালে প্রকাশিত এডউইন ই. স্লসনের ‘Easy Lessons in English’ এ ধরনের একটি পপুলার সায়েন্স বিষয়ক বই। যা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের একেবারে সহজবোধ্য বৈশিষ্ট্যগুলির উপর একটি সাবলীল আলোচনা। বইটি সম্পর্কে স্যার অলিভার লডজ এর মন্তব্য: ‘আপেক্ষিক তত্ত্ব সম্পর্কিত ধারণা সাধারণ পাঠকের মাঝে তুলে ধরার জন্য এ পর্যন্ত প্রকাশিত শ্রেষ্ঠ বই।’