বৃহস্পতিবার ● ১ মার্চ ২০১৮
প্রথম পাতা » পদার্থবিজ্ঞান » পদার্থবিদ্যার সাতকাহন - কার্লো রোভেলি, অনুবাদ: আবুল বাসার
পদার্থবিদ্যার সাতকাহন - কার্লো রোভেলি, অনুবাদ: আবুল বাসার
তাম্রলিপি থেকে প্রকাশিত
মূল্য: ১৬০ টাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৮
প্রচ্ছদ: মনিরুল ইসলাম
ISBN 978-984-8058-10-7
একবিংশ শতাব্দীর শুরুই হয়েছিল যেন পদার্থবিজ্ঞানের চিরচেনা জগতকে গুড়িয়ে দিতে। এই ভাঙ্গনের প্রথম হন্তারক ম্যাক্স প্ল্যাঙ্ক। তিনিই পথ দেখালেন কোয়ান্টাম জগতের। সেই পথের পরের পথিক আইনস্টাইন, যিনি আবার কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠার পাশাপাশি নিউটনীয় বলবিদ্যাতেও আমূল পরিবর্তন ঘটালেন। স্থানকালের অনড় অবস্থা থেকে বেরিয়ে আপেক্ষিকতার গল্প শোনালেন পদার্থবিজ্ঞানীদের। উপূর্যপুরি দুটি আঘাতে চুরমার হলো প্রকৃতি বিজ্ঞানের হিসাব-নিকাশ। অবশ্য তাতে লাভ হলো বিজ্ঞানেরই। কণাজগৎ আর মহাজগৎ দুটোই আরো স্পষ্ট করে ধরা দিল বিজ্ঞানীদের কাছে।
প্ল্যাঙ্ক-আইনস্টাইনের পথ ধরে কণাজগতের আরো গহীনে প্রবেশ করলেন রাদারফোর্ড, নীলস বোর আর বোরের একদল ছাত্র। আধুনিক পদার্থবিদ্যা দাঁড়িয়েই আছে তাদের দেখানো পথে। কিন্তু কেমন ছিল নতুন পদার্থবিদ্যার শুরুটা। আজকেই বা তা কোথায় এসে দাঁড়িয়েছে? কেন কোয়ান্টাম জগতের অন্যতম প্রতিষ্ঠাতা হয়েও আইনস্টাইন মানতে পারেননি অতিপারমাণবিক জগতের অনিশ্চয়তাকে? নীলস বোর ব্রিগেডরাই কিভাবে মোকাবেলা করলেন আইনস্টাইনের সেই গোয়ার্তুমি?
পদার্থবিদ্যার সাতকাহন বইয়ে তথ্য আর তত্ত্বকথার গভীরে অনুসন্ধান যেমন করা হয়েছে, কালের গর্ভে হারিয়ে যাওয়া বিজ্ঞানের অনেক অজানা ইতিহাসও উঠে এসেছে অপূর্ব গদ্যভঙ্গিতে।