

সোমবার ● ২৮ নভেম্বর ২০১১
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী - অভিজিৎ রায়
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী - অভিজিৎ রায়
অংকুর প্রকাশনী থেকে প্রকাশিত
প্রথম প্রকাশ: ১৪ এপ্রিল, ২০০৫
প্রচ্ছদ: হাশেম খান
পৃষ্ঠা সংখ্যা: ২৭২
মূল্য: ৩৬০ টাকা
ISBN: 984-464-124-1
সহজ, সাবলীল ভাষায় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে তা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে ‘আলো হাতে আঁধারের যাত্রী’ বইটিতে। বইটিকে বলা চলে হাঁটি হাঁটি পা পা করে মহাবিশ্বের রহস্য সমাধানে নিমগ্ন যাত্রীদের পথ চলার একটি সংক্ষিপ্ত দলিল’ শতাব্দী প্রাচীণ বিশ্বাসের অচলায়তন ভেঙ্গে যাঁরা বিজ্ঞানমনস্ক সভ্যতা বিনির্মাণে আলোর মশাল জ্বালিয়েছেন নিকষ কালো আঁধারে পথ দেখাতে, এ বই সেই সব যাত্রীদের বর্ণিল জীবনালেখ্য। পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহীদের জন্য সর্বশেষ তথ্য ও উপাত্তের আলোকে লেখা এই বইটি যেকোনো মনকে চিন্তার খোরাক জাগাবে।