শনিবার ● ২৩ মে ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বিশ্ব পরিক্রমা » গেইম থিওরির জনক জন ন্যাশ আর নেই
গেইম থিওরির জনক জন ন্যাশ আর নেই
২৩ মে, ২০১৫ তারিখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান গেম থিওরির জনক গনিতজ্ঞ জন ফোর্বস ন্যাশ ও তাঁর স্ত্রী অ্যালিসিয়া। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে জন ন্যাশ গেইম থিওরি বিষয়ে ২৭ পৃষ্ঠার একটি থিসিস লিখেছিলেন। একাধিক প্রতিপক্ষ আছে এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহন বিষয়ে গাণিতিক ব্যাখ্যা দেওয়া হয়েছিল তার ওই থিসিসে। গেইম থিওরির অন্যতম প্রতিপাদ্য হচ্ছে দুই বা ততোধিক পক্ষের মধ্যে সিদ্ধান্তগ্রহনে কোনো এক পক্ষের যতটা লাভ হবে, সেটি বাদবাকী সবার মিলিত লোকসানের সমান। জন ন্যাশ এই বিষয়ে আরো জটিল পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দেন যা ন্যাশ ইকুইলিব্রিয়াম নামে পরিচিত।
তাঁর এই সিদ্ধান্ত পরে কাজে লেগেছে আন্তঃরাষ্ট্রীয় বোঝাপড়ায়, কম্পিউটার বিজ্ঞানে, অর্থনীতিতে, রাজনীতিতে, বিবর্তনবাদ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জীববিজ্ঞানে। প্রকৃত অর্থে প্রতিযোগিতা রয়েছে এমন যে কোনো বাস্তবতায় ব্যবহৃত হয়েছে তার দেওয়া সিদ্ধান্ত। ১৯৫৮ সালে মাত্র ৩০ বছর বয়সেই ফরচুন ম্যাগাজিন তাকে বিশ্বের সেরা গণিতবিদদের একজন বলে ঘোষণা করে। ১৯৫৯ সালে তিনি গণিতে ডক্টরেট অর্জন করেন। ১৯৯৪ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। ২০১৫ সালেই বক্ররেখার আংশিক ব্যবকলন সমীকরণের জন্য গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন।
জন ন্যাশের জন্ম ১৯২৮ সালের ১৩ই জুন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায়। কর্মজীবনের উন্নতির পথে এগুনোর শুরুতেই তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন এবং তার দৃষ্টিবিভ্রম ঘটতে থাকে।
লেখিকা সিলভিয়া নাসার জন ন্যাশের জীবনী নিয়ে একটা বই লিখেছিলেন, A Beautiful Mind, যা পরবর্তীতে চলচ্চিত্রে রূপ দেয়া হয়।