শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » পদার্থবিজ্ঞান » ভবিষ্যতে যাওয়া যাবে, যাবে না পিছন ফেরা - আসিফ
ভবিষ্যতে যাওয়া যাবে, যাবে না পিছন ফেরা - আসিফ
সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত
মূল্য: দুইশত টাকা
১ম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০০৯
প্রচ্ছদ: অশোক কর্মকার
পৃষ্ঠা সংখ্যা: ১৮১
ISBN 984-70124-0045-6
শত বছরেরও আগে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব যুগান্ত বয়ে আনে বিজ্ঞানে, দর্শনে ও প্রযুক্তির অগ্রগতিতে; কিন্তু তার সাথে সমতালে বিকশিত হয়নি বিজ্ঞান-সংস্কৃতি। মানব সভ্যতা জ্ঞানের মহাদিগন্তে যাত্রা শুরু করেছিল সময়ের প্রহেলিকাজাল ছিন্ন করে নতুন এক চেতনার ভূমিতে উপনীত হয়ে, অথচ মহাসময়ের সেই ধারণার সঙ্গে মানুষজনের মহাবিশ্বের বোধ মানবচৈতন্যে কাঙ্খিত অভিঘাত বয়ে আনতে পারেনি। আধুনিক এই বিজ্ঞানোপলব্ধি সমাজে ব্যাপকভাবে সঞ্চারণের লক্ষ্যে নানাভাবে উদ্যোগী নিষ্ঠাব্রতী বিজ্ঞান-বক্তা আসিফ এবং সেই তাগিদ থেকে প্রণীত হয়েছে বিশেষ এই গ্রন্থ-আপেক্ষিকতা ও সময়ের আধুনিক ধারণার জনবোধ্য বিশ্লেষণ। নিছক বিজ্ঞানভাবনার গ্রন্থ এ নয়, বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতির সঙ্গে আমাদের যে যোগ, সেই ভূমিতে দাঁড়িয়ে আপেক্ষিকতার বিজ্ঞান ও দর্শনকে মানসসভ্যতার সাথে যুক্ত করে প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করেছেন লেখক। এই বই তাই বিজ্ঞানবোধ করবে গভীরতর, বিজ্ঞানচেতনায় পুষ্ট হয়ে জীবনকে বিশাল পটভূমিকায় বিবেচনা করতে সহায়ক হবে এবং পাঠকচিন্তা নিঃসন্দেহে আলোড়িক করবে প্রবলভাবে।