শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » তারা পরিচিতি - মোহাম্মদ আবদুল জব্বার
তারা পরিচিতি - মোহাম্মদ আবদুল জব্বার
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন থেকে প্রকাশিত
মূল্য: ৪০০ টাকা
আমাদের দেশে জ্যোতির্বিজ্ঞান তথা বিজ্ঞানচর্চার ক্ষেত্রে যেকোন ধরনের আগ্রহে প্রতিবন্ধকতা অনেক। পর্যবেক্ষণ এবং গবেষণার কাজে তো বটেই, এমনকি প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহের জন্য বইপত্র বা সাময়িকী পাওয়া খুবই কঠিন। প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার বাংলায় জ্যোতির্বিজ্ঞানীদের জন্য তারা পরিচিতি বইটি রচনা করে এক বিরাট শূণ্যস্থান পূরণ করেছিলেন। বইটি সম্পর্কে সৈয়দ মুজতবা আলী বলেছেন - মৌলিক গ্রন্থ হিসেবে বিজ্ঞানের রাজ্যে এমন একখানা পুস্তক ঢাকা থেকে প্রকাশিত হয়েছে, যার সঙ্গে তুলনা করা যেতে পারে এমন বই উভয় বাংলায় পূর্বে বেরোয়নি, আগামী শত বৎসরের ভিতর বেরুবে কি না সন্দেহ। পন্ডিত আবদুল জব্বার রচিত এই তারা পরিচিতি গ্রন্থখানিকে শতাব্দীর গ্রন্থ বলে তর্কাতীত দার্ঢ্যসহ পরিচয় করিয়ে দেওয়া যায়। (দেশ, চৈত্র ২৪/১৩৭৯)। আকাশের তারার সাথে পরিচয় ঘটানোই বইটির উদ্দেশ্য। বইটিতে তারাসমূহের স্থানাঙ্ক, মাসিক তারাচিত্র, রেখাচিত্র সন্নিবেশিত হয়েছে। সাধারণ যে কেউ এই বইটি থেকে খুব সহজেই রাতের আকাশের সাথে পরিচিত হতে পারবেন। নিত্য ব্যবহার ও সংগ্রহ রাখার মতো একটি বই এটি।