শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
প্রথম পাতা » করোনাভাইরাস » করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসার ইঙ্গিত দিলেন বিজ্ঞানী মাইকেল লেভিট
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসার ইঙ্গিত দিলেন বিজ্ঞানী মাইকেল লেভিট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জৈব পদার্থবিদ ও ২০১৩-র রসায়নে নোবেল পুরস্কারজয়ী মাইকেল লেভিট পূর্বাভাস দিয়েছেন খুব শীঘ্রই শেষ হবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের পূর্বাভাসের পূর্বেই লেভিট চীনের মহামারি সম্পর্কে সতর্ক করে বলেছিলেন, করোনাভাইরাস মহামারি পৃথিবীর জন্য সর্বনাশা বিপর্যয় ডেকে আনতে পারে।
লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সবকিছু ঠিক হয়ে যাবে। কয়েকমাস বা বছরের পর বছর করোনাভাইরাসের কারণে সামাজিক জীবন ব্যহত হবে বা লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে, এমন কোনও ইঙ্গিত তথ্য থেকে পাওয়া যাচ্ছে না।
তার মতে, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া এই মহামারির দাপট প্রায় শেষের দিকে এবং ধাপে ধাপে এর প্রকোপ কমে আসবে। তিনি ভীতি দূর করতে জোর দিয়েছেন। সেইসঙ্গে এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ মেনে চলতে বলেন। এভাবেই কোভিড-১৯ এর মোকাবিলা করা সম্ভব।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট, যুক্তরাজ্য