বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২০
প্রথম পাতা » করোনাভাইরাস » প্যানডেমিক কী?
প্যানডেমিক কী?
প্যানডেমিক শব্দটির বাংলা আভিধানিক অর্থ সুনির্দিষ্টভাবে মহামারী না হলেও বর্তমান করোনাভাইরাস প্রকোপের ক্ষেত্রে মহামারী হিসেবেই বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। মূলত এপিডেমিক এর বাংলা অর্থ মহামারী, যা একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলে সীমাবদ্ধ থাকে।প্যানডেমিক হল এমন যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, অথবা আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে কোনও বিশাল এলাকাজুড়ে প্রচুর মানুষকে আক্রমণ করে। সহজভাবে একে বৈশ্বিক মহামারী বলা যায়।
কোনও রোগের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে নয়, বরং এর ভৌগলিক বিস্তার ও তার ছড়িয়ে পড়ার হার কেমন ইত্যাদি বিবেচনা করার পর প্যানডেমিক ঘোষণা করা হয়। এছাড়া এটি নতুন রোগ, যার জন্য মানুষের প্রতিরোধ ক্ষমতা থাকে না এবং উদ্বেগজনক হারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।