

শনিবার ● ৩১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » শুক্র গ্রহে রহস্যময় মেঘ
শুক্র গ্রহে রহস্যময় মেঘ
ঘন এই মেঘের উৎস কী এখনো জানা যায়নি, তবে অণুজীবের উপস্থিতির কথা একবারে উড়িয়ে দেয়া যায়না|
ছবি: জাপানের প্রোব আকাতসুকির তথ্য থেকে সংগ্রহীত মেঘে ঢাকা শুক্র গ্রহ
শুক্র গ্রহের আবহাওয়া উত্তপ্ত; ঘন কার্বন ডাইঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড সমৃদ্ধ| বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এই গ্রহের মেঘের স্তরে স্তরে গ্যাসগুলোর প্রবহনের ব্যাপারগুলো পুরোপুরি বুঝে উঠতে পারেননি| তার উপরে মেঘের মাঝে রয়েছে উদ্ভুত, ভাসমান টুকরো যার নাম বিজ্ঞানীরা দিয়েছে “অচেনা শোষক” কারণ টুকরোগুলো বিশাল পরিমান সৌরবিকিরণ শোষণ করতে পারে|
বিজ্ঞানীরা মনে করেন টুকরোগুলোর উৎস হতে পারে সালফার, ফেরিক ক্লোরাইড অথবা কোনো অজানা অণুজীব|
টেকনিকাল ইউনিভার্সিটি অফ বার্লিনের সেন্টার ফর অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স এর বিজ্ঞানী ইয়ন জু লি ও তাঁর দলের গবেষণায় দেখিয়েছেন যে এই অচেনা শোষক গ্রহটির আবহাওয়া পরিবর্তন করে দিচ্ছে, তবে পুরোপুরি নিশ্চিত হবার জন্য ভবিষ্যতে আরো গবেষণার প্রয়োজন|
সূত্র: অ্যাস্ট্রোনমি.কম
বিষয়: #microorganism #unknown absorbents #Venus #Venus planet