শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » যুক্তি ও দর্শন » দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর্ম - ওয়াহিদ রেজা, প্রবীর ঘোষ
দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর্ম - ওয়াহিদ রেজা, প্রবীর ঘোষ
রোদেলা থেকে প্রকাশিত
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৫
প্রচ্ছদ: সুখেন দাস
পৃষ্ঠা সংখ্যা: ৩৮৪
মূল্য: ৪৫০ টাকা
ISBN 978-984-91333-1-5
মানুষ কেমনভাবে ধর্মের জন্ম দিয়েছে, কেমনভাবে শাসক গোষ্ঠীর হাতিয়ার হয়ে উঠেছে ধর্ম এবং কেনই বা বিপুল সংখ্যক মানুষ ধর্মে আশ্রয় খোঁজার চেষ্টা করতে বাধ্য হয়-এ সম্পর্কে ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও মৌলিক সত্যকে নানাভাবে অনুসন্ধান ও বিশ্লেষণের সঙ্গে পাঠকের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।
ধর্মের ইতিহাস বিজ্ঞান চেতনার বিরুদ্ধে অবিজ্ঞানের লড়াইয়ের ইতিহাস। সত্যের বিরুদ্ধে অসত্যের সংগ্রামের ইতিহাস। ধর্মকে মানুষই তার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সৃষ্টি করেছে, তার নিজেরই প্রয়োজনে। ধর্ম চিরন্তন বা সনাতন কোনো কিছু যেমন নয়; তেমনি ঈশ্বর, গড বা আল্লাহ মানুষেরই মানসপুত্র। ধর্মীয় সকল বিশ্বাসই হচ্ছে অলীক এক বাস্তবতার নাম। এর বিরুদ্ধে বিজ্ঞান ও যুক্তিবাদের লড়াই সুপ্রাচীন, অবিরাম। এই লাড়াইয়ের দুই বাংলার আটাশ জন সমাজ সচেতন, বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী লেখক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ধর্মকে বিশ্লেষণ করেছেন এই বইয়ে।