শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » যুক্তি ও দর্শন » আরজ আলী মাতুব্বর রচনা সমগ্র (তিন খন্ড)
আরজ আলী মাতুব্বর রচনা সমগ্র (তিন খন্ড)
পাঠক সমাবেশ থেকে প্রকাশিত
আরজ আলী মাতুব্বর। গ্রামের মক্তবে বাল্যশিক্ষা বই পড়ে বাল্যশিক্ষার সমাপ্তি ঘটলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গড়ে ওঠা একজন সাধারণ মানুষের স্বনির্মাণ প্রতিষ্ঠা লাভ বাঙালি মননে আজও বিস্ময় হয়ে রয়েছে। শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে বেড়ে ওঠা আরজ আলীর মনে বাসা বেঁধেছিল জগত, জীবন সম্পর্কিত নানা জিজ্ঞাসা। যার যৌক্তিক বিশ্লেষণ ও উত্থাপিত প্রশ্নের সমৃদ্ধতা তাকে উপস্থাপন করেছে একজন বিস্ময়কর ব্যক্তি হিসেবে। তাঁর দর্শন বিদগ্ধজনকে বিস্মিত করে, তার চেয়েও বিশি বিস্ময়কর হচ্ছে পরিবেশ ও পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে তাঁর বিস্ময়কর অর্জন। কুসংস্কার আর অন্ধবিশ্বাসের পশ্চাৎপদতা হটিয়ে যৌক্তিক সমাজ গঠনের প্রত্যয়ে তার যৌক্তিক জিজ্ঞাসা তিনি লিপিবদ্ধ করে গেছেন। প্রায় সম্পূর্ণ পান্ডুলিপি কে তিনখন্ডে রচনাবলী আকারে প্রকাশ করেছে পাঠক সমাবেশ। প্রকাশনা নিয়ে সমালোচনা-বিতর্ক থাকলেও সাধারণের কাছে এটি সহজলভ্য করে দেবার জন্য পাঠক সমাবেশ কৃতীত্বের দাবীদার। সকলের জন্য বইটি অবশ্যপাঠ্য।