শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » গণিত » অঙ্কের মজা - ইয়াকভ পেরেলম্যান
অঙ্কের মজা - ইয়াকভ পেরেলম্যান
অবসর থেকে প্রকাশিত
মূল্য: ১৬০ টাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৫
প্রচ্ছদ: প্রতীক ডট ডিজাইন
পৃষ্ঠা সংখ্যা: ১৪৪
ISBN 978-984-8797-27-3
এই বইটি পড়ে উপভোগ করার জন্য গণিত সম্বন্ধে একটা মোটামুটি জ্ঞান-অর্থাৎ পাটিগণিতের নিয়ম-কানুন আর জ্যামিতি সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকলেই যথেষ্ট। খুব কম অঙ্কের বেলাতেই সমীকরণ তৈরি করা আর সমাধান করার মতো দক্ষতার দরকার হবে এবং এ ধরনের অঙ্ক কিছু থাকলেও, সেগুলো নিতান্তই সহজ।
বিষয়সূচির মধ্যেও, পাঠক দেখলেই বুঝবেন, যথেষ্ট বৈচিত্র্য আছে: নানা ধরনের ধাঁধা আর গাণিতিক বুদ্ধির খেলার এক বিচিত্র সংগ্রহ থেকে, কাজে লাগার মতো গণনা আর পরিমাপ সংক্রান্ত নানা প্রয়োগমূলক অঙ্ক, এর বিষয়বস্তু বিস্তৃত।
গ্রন্থাকার তার এই বইটিকে যথাসম্ভব নতুন করে তোলার জন্য সর্বপ্রকারে চেষ্টা করেছেন; তার অন্যান্য বইয়ে (‘বুদ্ধির খেলা আর হরেক মজা’, ‘আগ্রহ জাগানোর মতো নানা প্রশ্ন’ ইত্যাদিতে) ইতোপূর্বেই যা-যা বলা হয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি এড়িয়ে গেছেন। পাঠক এই বইটিতে মাথা ঘামাবার মতো নানা ধরনের এমন কিছু প্রশ্ন পাবেন যেগুলো আগের কোনো বইয়ে স্থান পায়নি। ষষ্ঠ অধ্যায়টি-‘রাক্ষুসে সব সংখ্যা’ - গ্রন্থাকারের পূর্ববর্তী বইগুলোর একটি অবলম্বনে লেখা এবং এতে চারটি নতুন গল্প যোগ করা হয়েছে।