বুধবার ● ১৭ মার্চ ২০১০
প্রথম পাতা » গণিত » নিউরনে আবারো অনুরণন - মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদ
নিউরনে আবারো অনুরণন - মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদ
তাম্রলিপি থেকে প্রকাশিত
মূল্য: ২৩৫ টাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১০
প্রচ্ছদ: ধ্রুব এষ
ISBN 984-70096-0125-6
গণিতের মতো চমৎকার একটি বিষয়কে নীরস ও ভীতিকর হিসেবে নয়, বরং সবার কাছে প্রমাণ করা গণিত মোটেও রসহীন বিষয় নয়, এটি বিভীষিকা নয়, গণিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজার বিষয় - এটাই বইটির মূল উদ্দেশ্য। লেখকদের প্রত্যাশা- সবাই গণিত নিয়ে ভাববে, মাথা ঘামাবে, একটি কম্বিন্যাটরিয়াল সমস্যা সমাধান করে নিষ্কলুষ আনন্দ উপভোগ করবে, একটি সম্পাদ্য করে নিজের যৌক্তিক বিকাশে আস্থাবান হবে, ধাঁধা সমাধান করে আশেপাশের সবাইকে নিয়ে আনন্দ ভাগ করে নিবে, নানা জটিল সমস্যা সমাধান করে মেধার বিকাশ ঘটাবে।