মঙ্গলবার ● ১৬ মার্চ ২০১০
প্রথম পাতা » গণিত » নিউরনে অনুরণন - মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদ
নিউরনে অনুরণন - মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদ
তাম্রলিপি থেকে প্রকাশিত
মূল্য: ৩৭০ টাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১০
প্রচ্ছদ: ধ্রুব এষ
ISBN 984-70096-0125-5
এই বইয়ে গণিত বিষয়ক কিছু লেখার পাশাপাশি মজার মজার দুইশ গাণিতিক সমস্যা তুলে ধরা হয়েছে। এই অঙ্কগুলোর কোনো কোনোটা সোজা, কোনোটা কঠিন, কোনোটা ইতিহাস বিখ্যাত, কোনোটা আনন্দময়, আবার কোনোটা হয়তো একেবারেই অসাধ্য। আমাদের দেশের ছেলেমেয়েরা সেগুলো সমাধান করতে গিয়ে চিন্তা করতে শিখবে, সৃজনশীলতা বাড়বে, কল্পনাশক্তির বিকাশ হবে - এমনটাই প্রত্যাশা লেখকদের। তারা আবিষ্কার করতে অঙ্ক করা যতটুকু মজার ব্যাপার, তার থেকে একশ গুণ বেশি মজা সেই অঙ্কটি নিয়ে চিন্তা-ভাবনা করা। সেটা করতে গিয়ে প্রতিনিয়ত তাদের মস্তিষ্কে নিউরনের অনুরণন হতে থাকবে। বইটি অবশ্যপাঠ্য।