সর্বশেষ:
ঢাকা, নভেম্বর ২১, ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

cosmicculture.science: বিজ্ঞানকে জানতে ও জানাতে
মঙ্গলবার ● ২০ জুলাই ২০১০
প্রথম পাতা » মহাজাগতিক পথচলা » কার্যক্রম
প্রথম পাতা » মহাজাগতিক পথচলা » কার্যক্রম
৪৪৩ বার পঠিত
মঙ্গলবার ● ২০ জুলাই ২০১০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কার্যক্রম

ক. গ্রুপ ডিসকাশন, আলোচনা সভা, কর্মশালা ও আকাশ পর্যবেক্ষণ:
১. বিজ্ঞান চর্চাকে অধিকতর জনপ্রিয় করার লক্ষ্যে নিয়মিত বিজ্ঞানভিত্তিক গ্রুপ ডিসকাশন আয়োজন।
২. বিভিন্ন বিজ্ঞানী ও জ্ঞানচর্চার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে তাঁদের কর্মকান্ড ও জীবনের ওপর এবং উল্লেখযোগ্য বিজ্ঞান আবিষ্কারের বিষয় আলোচনা সভা।
৩. বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর কর্মশালা আয়োজন।
৪. স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান কর্মশালা পরিচালনা।
৫. জ্যোতির্বিজ্ঞান চর্চার জন্য উন্মুক্তভাবে সকলের জন্য আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা।

খ. ভ্রমণ/শিক্ষা সফর:

১. অনুসন্ধিৎসু বন্ধুদের মাঝে ভ্রমণ-প্রকৃতি বিষয়ক মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থানসমূহে ভ্রমণ বা শিক্ষা সফরের আয়োজন।

গ. প্রকাশনা:
১. জনসাধারণকে যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক করে তোলার প্রয়াসে তথা আগ্রহ সৃষ্টিতে বিজ্ঞান সাময়িকী ‘ইন্টেলিজেন্টসিয়া’ প্রকাশ।
২. বিভিন্ন বিজ্ঞান আয়োজন উপলক্ষে লিফলেট, বুকলেট, পোস্টার প্রকাশ।
৩. গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করা বা প্রকাশে সহযোগিতা করা।

ঘ. যৌথ উদ্যোগে অনুষ্ঠান আয়োজন:
১. স্থানীয়, জাতীয় বা দেশের বাইরের কোন সংগঠনের সাথে যৌথ উদ্যোগে বিজ্ঞান বিষয়ক সেমিনার-কর্মশালা বা বিজ্ঞান মেলা আয়োজন।

ঙ. উন্নয়নমূলক অংশগ্রহণ:
১. সাধারণের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বই পড়া কর্মসূচি পরিচালনা ও পাঠাগার গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করা।
২. জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ যেমন: বন্যা, সাইক্লোন, ভূমিকম্প প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতার জন্য দাতা প্রতিষ্ঠানের সাথে বা ব্যক্তি পর্যায়ে কাজ করা এবং প্রয়োজন বিবেচনায় অন্যান্য মানবিক সহযোগিতায় ভূমিকা রাখা।

চ. ওয়েবসাইট পরিচালনা:
তথ্য-প্রযুক্তিগত আধুনিকায়নের বিবেচনায় বিজ্ঞান বিষয়ক সম্যক তথ্য ও সংবাদ উপস্থাপনের ভিত্তিতে মানুষকে আরও বেশি করে বিজ্ঞানমনস্ক ও বিজ্ঞানঘনিষ্ট করে গড়ে তোলার লক্ষ্যে কসমিক কালচারের ওয়েবসাইটটি পরিচালিত করা। এই উদ্যোগ কোনভাবেই শুধুমাত্র কসমিক কালচার-কে সাংগঠনিকভাবে উপস্থাপন করা নয় বরং সাধারণ মানুষের সাথে বিজ্ঞানের একটি সেতুবন্ধন তৈরি করা। কসমিক কালচারের ওয়েবসাইটটি ২০ জুলাই, ২০১০ তারিখ থেকে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

ছ. শিক্ষা সহায়তা প্রদান
দরিদ্র, সুবিধাবঞ্চিত ও শিক্ষা গ্রহণ থেকে ঝরে পড়া বাংলাদেশী বিজ্ঞান শাখা/বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানে কসমিক কালচার কাজ করবে। এক্ষেত্রে উল্লেখিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব উদ্যোগে বা কোন ব্যক্তি বা আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান পাওয়া সাপেক্ষে তা সুষম বন্টন নিশ্চিত করবে। প্রয়োজনে শিক্ষা বৃত্তি দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

জ. উচ্চতর প্রশিক্ষণ বা গবেষণা কর্মে সহায়তা প্রদান
বিজ্ঞান শাখায় উচ্চতর প্রশিক্ষণ বা গবেষণা কর্ম সম্পাদনে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিকে অথবা নবীন বিজ্ঞানীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কসমিক কালচার সচেষ্ট থাকবে। পর্যাপ্ত তহবিল থাকা সাপেক্ষে যথাযোগ্য ব্যক্তিকে সহায়তা প্রদান করার ক্ষেত্রে উদ্যোগী হবে।

ঝ. তথ্য প্রযুক্তি ক্ষেত্রে
দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এমন ক্ষেত্রে তথ্য প্রযুক্তিগত উন্নয়নে কসমিক কালচার দেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে একত্রিতভাবে কাজ করবে। একইসাথে তরুণদের তথ্য-প্রযুক্তি বিষয়ে উৎসাহিত করার লক্ষ্যে সচেষ্ট থাকবে।





আর্কাইভ

মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা