বুধবার ● ১৮ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » জীবনী ও কর্ম » টমাস আলভা এডিসন - মাহবুব আজাদ
টমাস আলভা এডিসন - মাহবুব আজাদ
উৎস প্রকাশন থেকে প্রকাশিত
মূল্য: ১২০ টাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১১
প্রচ্ছদ: গৌতম ঘোষ
পৃষ্ঠা সংখ্যা: ৯৬
ISBN 978-984-8901-36-6
উদ্ভাবনের জগতে এক বিরামহীন সাধকের নাম টমাস আলভা এডিসন। কৈশোরে তার বয়সী ছেলেরা যখন হৈ-হুল্লোড় করে খেলার মাঠ সরগরম করে রাখতো তখন এডিসন কোনো না কোনো কিছু নিয়ে গবেষণায় ব্যস্ত থাকতেন। আশৈশব গবেষণায় লেগে থাকার যে অভ্যেস গড়ে উঠেছিল অশীতিপর বয়সেও সেই গবেষণাকর্ম থেকে বিরত হননি। এডিসন মনে করতেন, মানুষের উৎকৃষ্ট কোনো আবিষ্কার বা উদ্ভাবনের পেছনে একভাগ প্রতিভা থাকলেও নিরানব্বই ভাগ পরিশ্রমের ফল। তার নব নব আবিষ্কারের দীপ্তিতে উদ্ভাসিত হয়েছে মানব সভ্যতা ও ঋণী হয়েছে পৃথিবীর মানুষ। এডিসনের বিস্ময়কর জীবনী নিয়ে লেখা এই কিশোরোপযোগী বইটি সকলের কাছেই সমাদৃত হবে।
সূচিপত্র:
- মগজশূন্য গোলমাথা এক ছেলে
- জীবন সংগ্রামের প্রথম পাঠ
- প্রথম চাকরি
- উত্থানের নব অধ্যায়
- সংসার জীবন
- গবেষক থেকে উদ্ভাবক
- মেনলো পার্কের জাদুঘর
- আলোয় ভুবন ভরা
- চলচ্চিত্র ও এডিসন
- মজার মানুষ এডিসন
- এডিসনের শেষ দিনগুলো