সোমবার ● ১৪ মে ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » মঙ্গল গ্রহে স্বনিয়ন্ত্রিত ছোট আকারের হেলিকপ্টার পাঠাবে নাসা
মঙ্গল গ্রহে স্বনিয়ন্ত্রিত ছোট আকারের হেলিকপ্টার পাঠাবে নাসা
মঙ্গল গ্রহে এখন পর্যন্ত মানুষের ৫৪টি মিশনের মধ্যে মাত্র ২৩টি সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি ৫৪তম মিশনটি ছিল নাসা’র ইনসাইট ল্যান্ডার, যা এখন মঙ্গল গ্রহের পথে যাত্রারত রয়েছে এবং এটি সফল হলে আগামী নভেম্বর মাসে মঙ্গলে পৌঁছাবে। কিন্তু সফলতার এই পরিসংখ্যান বিজ্ঞানীদের মোটেই দমিয়ে রাখতে পারেনি। তারা নিত্যনতুন অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে সচেষ্ট রয়েছেন।
নাসা তাদের পরবর্তী মঙ্গল মিশন মার্স রোভারের সাথে এবারে একটি স্বনিয়ন্ত্রিত হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে, যা ২০২০ সালের জুলাই মাসে পাঠানো হতে পারে। কোন অরবিটার গ্রহের সামগ্রিক দৃশ্য দেখতে পারে কিন্তু এই হেলিকপ্টার দিয়ে মঙ্গল গ্রহের পৃষ্ঠ আরও বিস্তৃতভাবে এবং বিভিন্ন কোন থেকে দেখতে পাওয়া যাবে, যা থেকে পরবর্তী অবতরণ ও পরীক্ষা চালানোর স্থান সম্পর্কে তথ্য জানা সহজ হবে।
মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর থেকে পাতলা হওয়ায় হেলিকপ্টারের ব্লেডগুলো দ্রুত গতিতে ঘুরতে হবে। এর দুটি ব্লেড রয়েছে। ব্লেড দুটি প্রতি মিনিটে প্রায় ৩০০০ বার ঘুরবে, যা পৃথিবীর সাধারণ হেলিকপ্টারের চেয়ে ১০ গুণ দ্রুত। হেলিকপ্টারটির ওজন হবে চার পাউন্ড বা ১.৮ কিলোগ্রামেরও কম।
নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টিন এক বিবৃতিতে বলেছেন, নাসার সংশ্লিষ্ট বিষয়ে প্রথম পদক্ষেপ নেওয়ার ইতিহাস রয়েছে। অন্য একটি গ্রহের আকাশে হেলিকপ্টার উড্ডয়নের ধারণা বেশ রোমাঞ্চকর। মঙ্গল গ্রহে আমাদের ভবিষ্যৎ বিজ্ঞান, উদ্ভাবন ও অনুসন্ধানের জন্য মার্স হেলিকপ্টারের গুরুত্ব অনেক।
সূত্র: পপুলার সায়েন্স
১৪ মে, ২০১৮