শনিবার ● ৫ মে ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » মঙ্গল যাত্রায় নাসার ‘ইনসাইট’
মঙ্গল যাত্রায় নাসার ‘ইনসাইট’
মঙ্গল গ্রহকে ঘিরে বিজ্ঞানীদের নিত্যনতুন ভাবনা আর গবেষণার পথকে আরও প্রশস্থ করতে নাসা ‘ইনসাইট’ নামে একটি নতুন অভিযান সূচণা করেছে। ৫ মে ২০১৮ বাংলাদেশ সময় বিকেল ৫.০৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয়ার ভেন্ডারবার্গ এয়ার ফোর্স বেইস থেকে যাত্রা শুর করে মহাকাশযান ইনসাইট। প্রথমবারের মতো মঙ্গল গ্রহে এই বিশেষায়িত অভিযানের উদ্দেশ্য হচ্ছে মঙ্গলের ভূমিকম্প ও পাথুরে মাটির রহস্য উন্মোচন করা, যাতে পৃথিবী থেকে মঙ্গলের ভিন্নতা বিজ্ঞানীরা বুঝতে পারেন।
মহাকাশযানটি ৩০ কোটি মাইল পথ পাড়ি দিয়ে আগামী ২৬ নভেম্বর মঙ্গল গ্রহে পৌঁছাবে এবং ২০২০ সালের ২৪ নভেম্বর পর্যন্ত কার্যক্রম চালাবে। ইনসাইটের একটি উল্লেখযোগ্য বিষয় হলো এর ভেতর থাকা দুটো মাইক্রোচিপে ২৪,২৯,৮০৭ জন পৃথিবীবাসীর নাম নিয়ে এটি মহাশূণ্যে পাড়ি জমিয়েছে।
গবেষকরা ধারণা করেন, প্রাচীন সময়ে মঙ্গলের তরল কেন্দ্র ছিল। সেই আদি নমুনার কোন সন্ধান পাওয়ার জন্যও ইনসাইট চেষ্টা চালাবে। মহাকাশযানটি মাটির ভিন্নতার ওপর বিশেষ আলোকপাত করবে। এটি ভূকম্পন গবেষণা, ভূ-গণিত ও তাপ পরিবহন এই তিন প্রক্রিয়ায় মঙ্গলের অভ্যন্তরের বিভিন্ন বিষয় পরীক্ষা করবে। ইনসাইট প্রকল্পের ডেপুটি প্রকল্প বিজ্ঞানী ড. সুজান স্মৃকার বলেন, ‘আপনি যদি একটি কাঁচা ও একটি সিদ্ধ ডিমকে ঘুরান, তাহলে তাদের অভ্যন্তরের তরলের পার্থ্যকের কারণে তারা ভিন্ন ভিন্নভাবে কম্পন দেবে। আমাদের মহাকাশযানের মাধ্যমে আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে মঙ্গলের কম্পন পরীক্ষা করে এর অভ্যন্তরকে জানার চেষ্টা করব।’
৫ মে ২০১৮
সূত্র: নাসা