বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » প্রায় পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান লাভ
প্রায় পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান লাভ
কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে ভিনগ্রহে প্রাণের সন্ধানে ডব্লিউ. এম. কেক অবজারভেটরি প্রথমবারের মতো বাসযোগ্য অঞ্চলে প্রায় পৃথিবী আকারের গ্রহের খোঁজ পেয়েছে, যা অনেকটা আমাদের সূর্য সদৃশ (জি২ টাইপ) নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। ধারণা করা হচ্ছে সদ্য সন্ধান পাওয়া এই কেপলার-৪৫২বি গ্রহটি ৬০০ কোটি বছর ধরে বাসযোগ্য অঞ্চলে রয়েছে।
কেপলার-৪৫২বি পৃথিবী থেকে ৬০ শতাংশ বড়। যদিও এখনো পর্যন্ত এর ভর ও ঘনত্ব নির্ধারণ করা সম্ভব হয়নি, কিন্তু গ্রহটি পাথুরে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা আশা করছেন। এটি ৩৮৫ দিনে নিজ সূর্যকে একবার প্রদক্ষিণ করে। কেপলার-৪৫২বি এর অবস্থান পৃথিবী থেকে ১৪০০ আলোকবর্ষ দূরে সিগনাস নক্ষত্রমন্ডলীতে। অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে এই বিষয়ে নিবন্ধ প্রকাশের জন্য গ্রহণ করা হয়েছে।
প্রাণের সন্ধানে এমন আবিস্কারকে বিজ্ঞানীরা দ্বিতীয় পৃথিবী সন্ধানের আরও একধাপ এগিয়ে যাওয়া বলে মনে করেন। কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা এযাবৎ ৪৬৯৬টি গ্রহের সন্ধান দিয়েছেন।
২৩ জুলাই, ২০১৫
সূত্র: নাসা
বিষয়: #কেপলার #কেপলার স্পেস টেলিস্কোপ #ডব্লিউ. এম. কেক অবজারভেটরি #বাসযোগ্য অঞ্চল