বুধবার ● ২৮ আগস্ট ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » এক্সরে পর্যবেক্ষণে প্রথমবারের মত সনাক্ত হয়েছে একটি এক্সোপ্লানেটের ট্রানজিট
এক্সরে পর্যবেক্ষণে প্রথমবারের মত সনাক্ত হয়েছে একটি এক্সোপ্লানেটের ট্রানজিট
প্রথমবারের মতো এক্সরে পর্যবেক্ষণ দ্বারা একটি এক্সোপ্লানেট বা সৌরজগতের বাইরে ভিন্ন নক্ষত্রের গ্রহকে তার মাতৃ নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করার ঘটনা বা ট্রানজিট সনাক্ত করা হয়েছে। এক্সোপ্লানেটটি প্রায় ২০ বছর পূর্বে আবিস্কৃত হয়েছিল।
এইচডি ১৮৯৭৩৩ সিস্টেমের গ্রহ এবং তার মাতৃ নক্ষত্রটিকে একটি সুবিধাজনক বিন্যাসে এ অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে, যা পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসা’র চন্দ্র এক্স-রে অবজারভেটরি এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি’র এক্সএমএম নিউটন অবজারভেটরি এর পর্যবেক্ষণে এই বিরল ঘটনা সনাক্ত করা হয়।
“হাজারো গ্রহের ট্রানজিট কেবলমাত্র অপটিক্যাল আলোতেই দেখা যেত, কিন্তু অবশেষে একটি গ্রহের ট্রানজিট এক্স-রে দ্বারা পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। এক্সোপ্লানেট এর উপাদান সম্পর্কে নতুন তথ্য পাওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ক্যামব্রিজের হার্ভার্ড-স্মিথসোনাইয়েন সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এর কাটজা পপনেহ্যাগার, যিনি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষনা প্রবন্ধে এ কথা জানান। গবেষনা দলটি চন্দ্র অবজারভেটরি ব্যবহার করে ছয়টি ট্রানজিট পর্যবেক্ষণ করেন এবং এক্সএমএম নিউটন অবজারভেটরি থেকে একটির তথ্য সংগ্রহ করেন।
এক্সোপ্লানেট এইচডি ১৮৯৭৩৩বি নামে পরিচিত। এটি আকারে আমাদের বৃহস্পতি গ্রহের সমান হলেও মাতৃ নক্ষত্রের নিকট দূরত্বে হওয়ায় বেশ উত্তপ্ত। মাতৃ নক্ষত্র থেকে এইচডি ১৮৯৭৩৩বি গ্রহটি পৃথিবী ও সূর্যের দূরত্বের চেয়ে ৩০ গুণ কম দূরত্বে অবস্থিত। মাত্র ২.২ দিনে এটি একবার নক্ষটিকে প্রদক্ষিণ করে। এই ধরনের উত্তপ্ত এক্সোপ্লানেট হিসেবে এটিই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহ। তবে জ্যোতির্বিদদের কাছে একটি অন্যতম লক্ষ্য হচ্ছে এইএক্সোপ্লানেট এর ধরন এবং এর আবহমন্ডল সম্পর্কে জানা। তারা গ্রহটি অপটিক্যাল তরঙ্গ দৈর্ঘ্যে গবেষনার জন্য নাসা’র কেপলার স্পেস টেলিস্কোপ এবং গ্রহটির নীল রং নির্ধারণের জন্য নাসা’র হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করেন। পরীক্ষায় দেখা গেছে গ্রহটির আবহমন্ডলে উপস্থিতি সিলিকেট থেকে বিক্ষিপ্ত নীল রঙের জন্য গ্রহটি নীল দেখায়।
চন্দ্র এবং এক্সএমএম নিউটন অবজারভেটরির গবেষণায় গ্রহটির আবহমন্ডলের আকার সম্পর্কে তথ্য পাওয়া গেছে। “এক্সরে থেকে প্রাপ্ত তথ্য জানান দেয় গ্রহটির আবহমন্ডল একটি বর্ধিত স্তর রয়েছে, যা অপটিক্যাল আলোতে স্বচ্ছ কিন্তু এক্সরে তে অস্বচ্ছ। এই ধারণা প্রতিষ্ঠার জন্য আমাদের আরও তথ্য প্রয়োজন।” জানান অপর গবেষক জার্গেন স্মিথ। গবেষক দল এছাড়াও ধারনা লাভের চেষ্টা করছেন গ্রহ ও নক্ষত্রটি কিভাবে একে অন্যকে প্রভাবিত করে। গবেষকরা মূল নক্ষত্র এইচডি ১৮৯৭৩৩ থেকে অতিবেগুনী ক্ষয় এবং এক্সরে বিকিরণ সম্পর্কে জেনেছেন, যা এইচডি ১৮৯৭৩৩বি গ্রহটির আবহমন্ডলকে বাস্পীভূত করছে। গবেষকরা ধারণা করেন প্রতি সেকেন্ডে গ্র্রহটি ১০ লক্ষ থেকে ৬০ লক্ষ কিলোগ্রাম পর্যন্ত ভর হারাচ্ছে। অপর এক গবেষক স্কট ওল্ক বলেন, গ্রহটির বর্ধিত আবহমন্ডল গ্রহটিকে মূল নক্ষত্র থেকে উচ্চ শক্তির বিকিরণের জন্য একটি বড় লক্ষ্যে পরিণত করেছে, ফলে আরও অধিক বাস্পীভবন ঘটবে।
মূল নক্ষত্র এইচডি ১৮৯৭৩৩ এর একটি অস্পষ্ট লাল সঙ্গী রয়েছে, যা প্রথবারের মত চন্দ্র এক্সরে দ্বারা সনাক্ত করা হয়। আপাতদৃষ্টিতে নক্ষত্রটি একই সময়ে সৃষ্টি হয়েছে মনে হলেও মূল নক্ষত্রটিকে তার সঙ্গীর চেয়ে ৩ থেকে ৩.৫ বিলিয়ন বছরের নবীন। কারণ এটি দ্রুতবেগে আবর্তিত হয়, এর রয়েছে উচ্চমাত্রার চৌম্বকীয় ক্ষমতা এবং সঙ্গীর চেয়ে ৩০ গুণ বেশি উজ্জ্বলতা।
সূত্র: নাসা
১০ আগস্ট, ২০১৩