বুধবার ● ২৮ আগস্ট ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » হাবল স্পেস টেলিস্কোপ খুঁজে পেয়েছে ম্যাগেলানিক প্রবাহের উৎস
হাবল স্পেস টেলিস্কোপ খুঁজে পেয়েছে ম্যাগেলানিক প্রবাহের উৎস
জ্যোতির্বিজ্ঞানীরা নাসার হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে ম্যাগেলানিক প্রবাহের উৎস সম্পর্কে প্রায় ৪০ বছর ধরে অমীমাংসিত রহস্যের সমাধান করেছেন। ম্যাগেলানিক প্রবাহ হচ্ছে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের প্রায় মাঝামাঝি অবস্থানে বিস্তৃত এক গ্যাসীয় বন্ধনী।
এই গ্যাসীয় প্রবাহের শীর্ষে রয়েছে লার্জ ম্যাগেলানিক ক্লাউড এবং স্মল ম্যাগেলানিক ক্লাউড নামক দুটি বামন গ্যালাক্সি, যারা বিশাল আকাশগঙ্গার মহাকর্ষীয় টানে বাঁধা পড়ে প্রদক্ষিণরত। আমাদের পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে আকাশের দিকে তাকালে ছায়াপথের পাশে হাল্কা মেঘের মত এদের দেখতে পাওয়া যায়। ১৯৭০ সালের শুরুর দিকে বেতার টেলিস্কোপের সাহায্যে এদের আবিস্কারের পরে জ্যোতির্বিদরা অবাক হয়ে লক্ষ্য করেছেন যেকোন একটি বা উভয় গ্যালাক্সি থেকেই গ্যাসের উৎপত্তি হয়। কিন্তু হাবল টেলিস্কোপের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যায় অধিকাংশ গ্যাসই প্রায় ২ বিলিয়ন বছর পূর্বে স্মল ম্যাগেলানিক ক্লাউড থেকে সৃষ্ট এবং অতি সম্প্রতি লার্জ ম্যাগেলানিক ক্লাউড থেকে গ্যাস উদ্ভূত হচ্ছে।
এন্ড্রু জে. ফক্সের নেতৃত্বে বাল্টিমোরের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের একদল জ্যোতির্বিজ্ঞানী ম্যাগেলানিক গ্যাসের উৎস নিশ্চিত করেন। ম্যাগেলানিক প্রবাহের ছয়টি অঞ্চলে অক্সিজেন ও সালফারের মত ভারী উপকরণ নির্ধারণের জন্য তারা হাবলের কসমিক অরিজিনস স্পেকট্রোগ্রাফ ব্যবহার করেন। তারা দূরবর্তী কোয়াসারসমূহ ও সক্রিয় গ্যালাক্সিদের উজ্জ্বল কেন্দ্রসমূহ পর্যবেক্ষণ করেন যা থেকে নির্গত আলো ম্যাগেলানিক প্রবাহের মধ্যে দিয়ে অতিক্রম করে। জ্যোতির্বিজ্ঞানী এই আলোক পথের মধ্যে ভারী উপাদানসমূহ সনাক্ত করেন যারা অতিবেগুনী আলো শোষন করে নেয়। তারা অধিকাংশ প্রবাহেই অল্প পরিমানে অক্সিজেন ও সালফার খুঁজে পান, যা প্রায় ২ বিলিয়ন বছর পূর্বে স্মল ম্যাগেলানিক ক্লাউড এর মাত্রার সাথে মিলে যায়। তবে তারা ম্যাগেলানিক ক্লাউডের কাছাকাছি অঞ্চলে তারা বেশি মাত্রার সালফারের অস্তিত্ব খুঁজে পান।
সূত্র: নাসা
৮ আগস্ট, ২০১৩