

সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » জৈব বিবর্তন, বিবর্তনবাদ » জৈববিবর্তনবাদ: দেড়শ’ বছরের দ্বন্দ্ব বিরোধ - মনিরুল ইসলাম
জৈববিবর্তনবাদ: দেড়শ’ বছরের দ্বন্দ্ব বিরোধ - মনিরুল ইসলাম
সংহতি থেকে প্রকাশিত
মূল্য: একশত টাকা
১ম প্রকাশ: এপ্রিল, ২০০৭
জীবজগত এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলোর উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে মানুষের যে সকল মৌলিক প্রশ্ন এবং অনুসন্ধিৎসা রয়েছে তা মেটানোর ক্ষেত্রে বিজ্ঞানের যে শাখাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল, সেটি হচ্ছে জৈববিবর্তনবাদ বা বিবর্তনমূলক জীববিজ্ঞান। দেড়শ’ বছর আগে উৎপত্তির সময় থেকে আজ পর্যন্ত নানা রকম বিরোধিতা এবং বিতরর্কের সন্মুখীন হয়ে চলেছে এই তত্ত্ব। জ্ঞানের আর কোন শাখা ধর্মীয়, দার্শনিক, এমনকি বৈজ্ঞানিক মহল থেকে এত বেশি প্রশ্নবিদ্ধ হয়নি। কেন এত বিরোধিতা এবং বিতর্ক? কারা করেছে এসব বিতর্ক?
এই ব্যাপক বিরোধিতা দেখে অনুমান করা যায় যে, এই তত্ত্ব সম্পর্কে একদিকে যেমন রয়েছে অস্পষ্ট ও ভ্রান্ত ধারণা, অন্যদিকে বহু মানুষ এই তত্ত্বের ব্যাখ্যাগুলো দার্শনিকভাবে গ্রহণ করার জন্যও প্রস্তুত নন। এই সুদীর্ঘ ও ব্যাপক বিরোধিতার ইতিহাস পর্যালোচনার মধ্য দিয়ে এ তত্ত্বকে গ্রহণের সংকট এবং মানুষের চিন্তার ওপর এই তত্ত্বের প্রভাব ও প্রতিক্রিয়াকে উপলব্ধি করা সম্ভব। বর্তমান গ্রন্থটি তাই জীববিজ্ঞানে উৎসুকদের জন্য শুধু নয়, গত দেড়শ’ বছরের চিন্তার বিকাশের ইতিহাস জানতে আগ্রহী সকলের জন্যই গুরুত্বপূর্ণ।