

সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » জৈব বিবর্তন, বিবর্তনবাদ » ডারউইন: বিগল যাত্রীর ভ্রমনকথা - দ্বিজেন শর্মা
ডারউইন: বিগল যাত্রীর ভ্রমনকথা - দ্বিজেন শর্মা
সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত
মূল্য: ষাট টাকা
১ম প্রকাশ: ডিসেম্বর, ১৯৯৯
চার্লস ডারউইন মানুষের জীবনদৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিলেন প্রজাতির উদ্ভব ও বিবর্তন বিষয়ক তাঁর মৌলিক অনুসন্ধিৎসা ও তত্ত্বরাজি দিয়ে। ২২ বছরের যুবক ডারউইন বিগল জাহাজে করে পাড়ি দিয়েছিলেন ভূ-প্রদক্ষিণ অভিযানে। কীট-পতঙ্গ, জীবাশ্ম এবং প্রকৃতি ও জীবজগতের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে তরুণ প্রকৃতিবিদ তাঁর বৈজ্ঞানিক ধ্যান-ধারণাগুলো ক্রমে বিকশিত করে তোলেন। এইসব পর্যবেক্ষণ ও বিশ্লেষণজাত উপলব্ধি তিনি লিপিবদ্ধ করতে থাকেন তাঁর ডায়েরিতে। ডারউইনের ডায়েরি ও ভ্রমানুসন্ধানের ওপর ভিত্তি করে তাঁর বৈজ্ঞানিক ধ্যান-ধারণা পল্লবিত হওয়ার কাহিনী মেলে ধরেছেন নিসর্গপ্রেমী প্রকৃতিবিদ প্রাবন্ধিক দ্বিজেন শর্মা। জগৎখ্যাত এক বৈজ্ঞানিক অভিযানকে অনুপম দক্ষতায় বিবৃত করা হয়েছে বইটিতে। অসংখ্য চিত্রশোভা সজীব করে তুলেছে তাঁর বর্ণনা, পাঠক যেন সত্যিই অংশী হয়ে ওঠেন ডারউইনের ভ্রমনপথের।