সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » জৈব বিবর্তন, বিবর্তনবাদ » চার্লস ডারউইন ও প্রজাতির উৎপত্তি - দ্বিজেন শর্মা
চার্লস ডারউইন ও প্রজাতির উৎপত্তি - দ্বিজেন শর্মা
সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত
মূল্য: পঞ্চাশ টাকা
১ম প্রকাশ: জুলাই, ১৯৯৭
চার্লস ডারউইন এর বিবর্তনবাদী চিন্তাধারা পাল্টে দিয়েছে জগতকে। এই যুগান্তকারী বৈজ্ঞানিক ধারণা মানুষের ভাবজগতে সৃষ্টি করেছে প্রলয়। কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না। অথচ নানা সামাজিক কারণে ডারউইনের তত্ত্ব নিয়ে অস্বস্তিরও অন্ত নেই। এই শ্রেষ্ঠ বিজ্ঞানীর জীবন ও সমকালীন বিজ্ঞানজগতের ধ্যান-ধারণার পরিপ্রেক্ষিতে প্রজাতির উৎপত্তি সংক্রান্ত বৈজ্ঞানিক ভাবনার ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন দ্বিজেন শর্মা। সহজ ও প্রাঞ্জলভাবে তিনি বিবর্তন ভাবনার ইতিহাস ও তত্ত্বের অবতারণা করেছেন। সেই সঙ্গে হাজির করেছেন প্রজাতির প্রকারভেদ ও বিবর্তনের বাস্তব বিভিন্ন উদাহরণ। সুললিত ভাষায় প্রজাতির বিবর্তনের নান দিক তুলে ধরা হয়েছে এখানে। আকারে ছোট হলেও বইটি তাৎপর্যে বিশাল।