

রবিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » আবিষ্কার ও ইতিহাস » চিকিৎসায় বিজ্ঞান - সৌমেন সাহা
চিকিৎসায় বিজ্ঞান - সৌমেন সাহা
পাণ্ডুলিপি থেকে প্রকাশিত
মূল্য: ২৫০ টাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৮
প্রচ্ছদ: ধ্রুব এষ
ISBN 978-984-93131-1-3
চিকিৎসার প্রথম কথাই হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের মাধ্যমেই সুস্থ্য লোকের থেকে অসুস্থ্যকে আলাদা করা যায়। চোখে দেখে, স্পর্শ করে, কষ্টের কথা জিজ্ঞাসা করে মহিলারা যুগ যুগ ধরে তাই করে এসেছেন। চিকিৎসকেরা আজও একইভাবে রোগ নির্ণয় করেন। শিশুদের কষ্টের কথা তাদের মায়ের কাছে জিজ্ঞাসা করেন। চিকিৎসাবিজ্ঞানের এমনই কিছু জনপ্রিয় রচনা নিয়ে বইটি লেখা হয়েছে। বিজ্ঞানে আগ্রহী সাস্থ্যসচেতন মানুষের খুব কাজে লাগবে বইটি। হাতের কাছে থাকলে চটজলদি জানা যাবে অনেক চেনা বিষয়ের অজানা-অচেনা কথা।